ভোরে দুই ‘আহত বাঘ’ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই
বিশ্বকাপ বাছাইয়ে কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ছয়টায় ‘সুপার ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই লাতিন জায়ান্ট। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা টানা চার জয়ের পর গত শুক্রবার উরুগুয়ের বিপক্ষে প্রথম হারের স্বাদ পেয়েছে। অন্যদিকে উরুগুয়ে এবং কলম্বিয়ার কাছে টানা দুই হারে কাহিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের দৃশ্যপটে দুই দলই এখন আহত বাঘ। মারাকানার মঞ্চে কে কাকে ছিঁড়েখুঁড়ে খাবে সেটাই এখন দেখার বিষয়।
আর্জেন্টিনার শেষ দুইবারের ব্রাজিল-যাত্রা স্মরণীয় হয়ে আছে একেবারে ভিন্ন দুটি কারণে। ২০২১ সালে মারাকানাতেই কোপা আমেরিকা ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে কাঁদিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল আর্জেন্টিনা।
এরপর আরও একবার ব্রাজিল-মুখো হতে হয়েছিল লিওনেল মেসিদের। কিন্তু সেবার বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের ম্যাচটি পাঁচ মিনিটেই শেষ হয়ে যায়। করোনার নিয়ম অমান্য করার অভিযোগে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকে ধরতে ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। যার ফলে তৈরি হওয়া হট্টগোলে পণ্ড হয় ম্যাচ।
সেসব স্মৃতি পেছনে ঠেলে আবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠে স্বাগতিকদের মোকাবিলা করবে আর্জেন্টিনা। তার আগে স্বাগতিকদের সমীহ করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘তাদের শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, ব্রাজিল সবসময়ই কঠিন প্রতিপক্ষ।’
ব্রাজিলের বিপক্ষে দলে কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়ে রেখেছেন স্কালোনি, ‘কিছু পরিবর্তন আসতে পারে দলে, তবে সেটা উরুগুয়ের বিপক্ষে বাজে পারফরম্যান্সের জন্য নয়। আমি একটা ভালো বা খারাপ ম্যাচের জন্য দলে বড় পরিবর্তন আনার পক্ষপাতী নই।’
কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা উজার করে দিতে চান ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ, ‘ভালো প্রতিপক্ষের সামনে নিজেদের সেরাটা তুলে ধরতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বের অন্যতম সেরা একটা দলের (আর্জেন্টিনা) মুখোমুখি হতে তৈরি।’
চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার, রিচার্লিসন, এদেরসন। কলম্বিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ভিনিসিয়ুস জুনিয়রও আর্জেন্টিনার বিপক্ষে অনিশ্চিত। তবে চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন গ্যাব্রিয়েল জেসুস, দেখা যেতে পারে ১৭ বছর বয়সী সেনসেশন এন্দ্রিককেও।
আর্জেন্টিনা স্কোয়াডে নেই কোনো চোটাঘাতের চিন্তা। তবে স্কালোনির ইঙ্গিত অনুযায়ী, দলে আসতে পারে কিছু পরিবর্তন। একাদশে ফরোয়ার্ড নিকো গঞ্জালেজের জায়গা নিতে পারেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ। সেক্ষেত্রে তার জন্য সেন্টার ফরোয়ার্ডের জায়গা ছেড়ে উইংয়ে খেলতে পারেন ম্যান সিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।