‘ভারতের ‘বি’ টিমকেই হারাতে কষ্ট হবে পাকিস্তানের’
আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু শুরু করেছিল পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও হেরে টুর্নামেন্টে টিকে থাকা কঠিন করে ফেলে মোহাম্মদ রিজওয়ানের দল। শেষ আশা নিয়ে রিজওয়ানরা তাকিয়ে ছিল বাংলাদেশের দিকে।
তবে বাংলাদেশও সেই একই পথের পথিক। নিজেরা তো ছিটকে গেলই,সঙ্গে নষ্ট করলো পাকিস্তানের সেমিতে খেলার শেষ আশাটুকুও। নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানকে সঙ্গী করে আসর থেকে বিদায় নিয়েছে টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নদের এমন হতাশাজনক পারফরম্যান্সে চারদিকে বইছে সমালোচনার ঝড়। যাতে যুক্ত হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে ভারতের ‘বি’ টিমকেই হারাতে কষ্ট হবে পাকিস্তানের।
পাকিস্তানকে নিয়ে সুনীল বলেন, ‘আমার মনে হয়, ভারতের ‘বি’ দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। পাকিস্তানের বর্তমান এই দলটির জন্য ভারতের দলকে হারানোও কঠিন হবে।’
এসবের জন্য অবশ্য গাভাস্কার পাকিস্তানের ম্যানেজমেন্টকেই দুষলেন। তুলে ধরলেন বছরের পর বছর বেঞ্চের শক্তি বাড়াতে না পারার ব্যর্থতার বিষয়টি, ‘পাকিস্তানে প্রতিভাবান খেলোয়াড় আছে। কিন্তু তারা শক্তিশালী বিকল্প গড়তে পারছে না। বিস্ময়কর ব্যাপার, তারা ইনজামাম-উল-হকের মতো ব্যাটসম্যান বানাতে পারেনি। পাকিস্তান সুপার লিগ তো প্রতিবছরই হয়, কিন্তু সেই টুর্নামেন্ট থেকে এখনো উঁচু মানের কোনো ব্যাটসম্যান উঠে এল না।’
আগামী ২৭ ফেব্রুয়ারি নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।