বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৩৫ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আসরের টানা দুই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশের। টাইগারদের সঙ্গে এবারের আসর থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানও। তবে আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরদিনই দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে এপ্রিলের মাঝামাঝি সময়ে দুই টেস্ট খেলার পর মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তবে ঐ সিরিজের পর জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটাই জানিয়েছে।

ক্রিকবাজ জানিয়েছে সে সিরিজে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাট টি-টোয়েন্টি খেলবে দুই দল। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি কোনো বোর্ডই তবে দুই বোর্ডের থেকেই ইতিবাচক সংকেত পাওয়া গিয়েছে।

আজ ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে বলেন,‘বিসিবি এবং পিসিবি এ সিরিজ আয়োজনের ব্যাপারে কথা বলেছে এবং দুই বোর্ড থেকেই ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।’

জুন-জুলাইয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে দুই টেস্ট,তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর আগস্ট-সেপ্টেম্বরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। এরপর সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে এশিয়া কাপ।

খেলার দুনিয়া | ফলো করুন :