এসএ গেমস পাকিস্তানের তিন শহরে
২০১৯ সালের ডিসেম্বরে নেপালে হয়েছিল সর্বশেষ দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়ান গেমস (এসএ গেমস)। দীর্ঘ ৫ বছর পর আবারও আয়োজিত হতে যাচ্ছে এসএ গেমস। আজ লাহোরে সদস্যদেশগুলোর এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী বছর জানুয়ারির ২৩-৩১ তারিখে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এস এ গেমসের পরবর্তী আসর।
আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া এস এ গেমস আয়োজিত হবে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে। এবারই প্রথমবার প্রতিযোগিতাটি আয়োজিত হবে তিন শহরে। এর আগে সর্বোচ্চ দুই শহরে আয়োজিত হয়েছিল এ প্রতিযোগিতা।
বৈঠক শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘২৩-৩১ জানুয়ারি গেমসের সূচি নির্ধারিত হয়েছে। গেমস অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ ও ইসলামবাদ তিন শহরে। আজকের সভায় গেমসের ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে। কোন শহরে কোন ডিসিপ্লিন হবে এটা পরবর্তীতে অবহিত করবে।’
আবারও এসএ গেমসে ফিরছে হকি। আজকের সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো– ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি-২০), আরচ্যারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।
আজকের সভায় সশরীরে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা সকল ডিসিপ্লিনে অংশগ্রহণের বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন। সামনে বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় এন্ট্রির কাজ শুরু হবে।
ভারত,বাংলাদেশ, শ্রীলঙ্কা,নেপাল,ভুটান,পাকিস্তান এবং মালদ্বীপ দক্ষিণ এশিয়ার এই ৭ দেশকে নিয়ে ১৯৮৪ সাল থেকে আয়োজিত হচ্ছে এসএ গেমস। এর আগে মোট ১৩ বার আয়োজিত হয়েছে দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতা।