আফগানদের বিপক্ষে হারলে অধিনায়কত্ব হারাতে পারেন বাটলার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:১৫ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

গ্রুপ বি এর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গুরুত্মপূর্ণ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই দল পেয়েছে সমান এক পয়েন্ট করে। দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩। এ ম্যাচের এমন ফলাফল জমিয়ে তুলেছে এ গ্রুপে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। আগামীকাল বুধবার ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যে দল হারবে তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।

হারলেই বাদ এমন সমীকরণ সামনে রেখে খেলতে নামবে ইংল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ইংলিশদের। এ কথা ইংলিশ অধিনায়ক জশ বাটলারও জানেন। এ ম্যাচ বাটলারের টিকে থাকার জন্যও গুরুত্মপূর্ণ। কারণ বাটলারও স্বীকার করেছেন হারলে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।

এ ম্যাচ হারলে বাটলারের নেতৃত্বে থাকা ইংল্যান্ড দল টানা তিন আইসিসি টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। বিশ্বকাপ জেতা অধিনায়ক ইয়ন মরগানের অবসরের পর ২০২২ সালে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হন বাটলার। এরপর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাটলারের নেতৃত্বে খালি হাতে ফিরেছে ইংলিশরা।

এত চাপ থাকা সত্ত্বেও বাটলার খেলতে নামতে চান ইতিবাচক মানসিকতা নিয়েই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আপনি সবসময়ই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন এবং দলের জন্য ম্যাচ জিততে চাইবেন। তবে সাম্প্রতিক সময়ে আমরা ভালো করছি না। এ ম্যাচটি আমার জন্যও গুরুত্বপূর্ণ। তবে আমি কোনো চাপ নিতে চাইনা। আগের ম্যাচের ভুলগুলো শুধরে আগামীকালের ম্যাচটি জিততে চাই।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৩৫১ রান করেও জিততে পারেনি ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভালো করলেও বোলিংয়ে ভালো করতে পারেনি ইংলিশরা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতে আসরে টিকে থাকতে চাইবে বাটলারের দল। এ ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলতে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে হবে ইংল্যান্ডের।

খেলার দুনিয়া | ফলো করুন :