আবারও দক্ষিণ আফ্রিকায় অ-১৯ বিশ্বকাপ

আবারও দক্ষিণ আফ্রিকায় অ-১৯ বিশ্বকাপ

২০২০ সালে অ-১৯ বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। পরেরটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। আসছে আসরটা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে অতিসম্প্রতি নিষেধাজ্ঞার কবলে পড়ায় আয়োজকস্বত্বও হারাচ্ছে লঙ্কানরা। আজ সভায় এই সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। ফলে চার বছর পর আবারও বিশ্বকাপটা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে।

বিশ্বস্ত সূত্র ধরে ক্রিকবাজ জানাচ্ছে, আইসিসির সভায় শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞাটাও বহাল রাখা হয়েছে। ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশ্বকাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা। যার ফলে এই টুর্নামেন্টও সরে যাচ্ছে দেশটি থেকে।

সে সময়েই দক্ষিণ আফ্রিকায় হবে বিশ্বকাপটি। তবে জানুয়ারির দ্বিতীয় দশকে প্রোটিয়ারা সাউথ আফ্রিকা টি২০ আয়োজন করে। যার ফলে সূচিটা সাংঘর্ষিক হয়ে যাওয়ারও একটা শঙ্কা থেকে যায়। 

যদিও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের শীর্ষ এক কর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানাচ্ছে, সিএসএর একটি আলাদা কমিটি টি-টোয়েন্টি লিগটি আয়োজন করে থাকে। সেক্ষেত্রে বিশ্বকাপ আয়োজনে কোনো সমস্যা নেই দেশটির।

সম্পর্কিত খবর