পাকিস্তানের বিপক্ষে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

  • ফরহাদ শাকিব
  • ১১:৫৬ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর দুই ম্যাচ হারে আগেই নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশের ভাগ্য। গ্রুপপর্বে থাকা স্বাগতিক পাকিস্তানের ভাগ্যও একই। জয় পেলেও বিদায় নিতে হবে দুই দলকে। তাই এমন নিয়মরক্ষার ম্যাচে আজ বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে টাইগার স্কোয়াডে এক পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে।

ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে মাঠে নামার আগে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে বাংলাদেশ দলের স্কোয়াডে। জানা গেছে আসরের দুই ম্যাচে ব্যাট হাতে রান না পাওয়ায় বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম। আর তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবারও একাদশে ফিরিয়ে আনতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

যদি মুশফিককে দলে না রাখা হয় তবে মিরাজকে দেখা যাবে চার নাম্বারে। তবে গত ম্যাচে ৪ রান করলেও দলে যথারীতি থাকছেন দলের সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিংয়ে থাকছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

এদিকে বাবার আজমদের বিপক্ষে মাঠে নামার আগে রাওয়ালপিন্ডির আকাশের দিকেও থাকাতে হবে বাংলাদেশকে। এর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার ম্যাচ। দেশটির আবহাওয়া বিভাগ আগেই সতর্ক করেছিল বৃহস্পতিবার বুষ্টি হতে পারে। ফলে আদৌ মাঠে নামতে পারবে কিনা দুই দল সেটা নিয়েও থেকে যাচ্ছে অনিশ্চয়তা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

খেলার দুনিয়া | ফলো করুন :