বাবর আজমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ শেহজাদের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:০৪ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে শুরু করেছিল স্বাগতিক পাকিস্তান। আর তাতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল গত আসরের চ্যাম্পিয়নরা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনো বড় সাফল্য নেই পাকিস্তান দলের। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের যে সেই আগের দাপট নেই তা তাদের পারফরম্যান্স দেখলেই বোঝা যায়।

এত বড় আসরে পাকিস্তানের মত একটা দলের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাই তো বর্তমান ক্রিকেটারদের সমালোচনা করছেন তারা। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনেছেন দলটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।

স্পোর্টস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহজাদ বলেন,‘তাকে ( বাবর) এমন পরিস্থিতিতে দেখা দুঃখজনক। যখন সে তার ক্যারিয়ার শুরু করেছিল,মনে হচ্ছিল সে পাকিস্তানের সব রেকর্ড ভেঙে দেবে। কিন্তু এখন পরিস্থিতি একদমই তার উল্টো। একজন খেলোয়াড় এতদিন ধরে ফর্মের বাইরে থাকতে পারেনা। ওকে অধিনায়ক করাই ভুল সিদ্ধান্ত ছিল। অধিনায়ক হওয়ার পরেই ওর পারফরম্যান্স খারাপ হতে শুরু করেছে।’

তবে এরপর বাবরের অধিনায়কত্বের কড়া সমালোচনা করে শেহজাদ বলেন,‘অধিনায়ক হওয়ার পর বাবর তার কাছের বন্ধুদের দলে নিতে থাকে। যার ফলে, অনেক খেলোয়াড়দের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা দলে ডাক পায়নি। যোগ্যতা থাকার পরেও যখন আপনি দলে ডাক পাবেন না,তখন ঘরোয়া ক্রিকেটেও কোনো উন্নতি হবেনা।’

খেলার দুনিয়া | ফলো করুন :