ব্যর্থতার গ্লানি নিয়ে রাতে দেশে ফিরছে শান্ত-রিয়াদরা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৪৭ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারের আসরে তাই টাইগারদের উপর প্রত্যাশাও বেশি ছিল।প্রত্যাশার স্বপ্ন অবশ্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তই দেখিয়েছিলেন। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন।

তবে শান্ত’র কথা যে অনেকটা মিথ্যা আশ্বাস ছিল সেটা বুঝতে খুব একটা দেরী হয়নি বাংলাদেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের।টুর্নামেন্টে সবার আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় সান্ত্বনার এক পয়েন্ট নিয়ে হতাশার এক মিশন শেষ করে দেশে ফিরবে টাইগাররা। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে শুরুটা ভালো করার পরেও বাংলাদেশ থেমেছে ২৩৬ রানে। এমন কম পুঁজিতে বোলারদের অবশ্য তেমন কিছু করার থাকেনা। তবে যতটা করার কথা ছিল তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের সেটা করতেও তারা ব্যর্থ হয়েছেন।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

খেলার দুনিয়া | ফলো করুন :