আর্জেন্টিনার কোচিং ছাড়ছেন স্কালোনি?
ব্রাজিলের মাটিতে ইতিহাস গড়া হয়ে গেছে তখন। প্রথম দল হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের মাটিতে সেলেসাওদের হারানোর কীর্তি গড়ে ফেলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিরা ব্যস্ত গ্যালারির সামনে উদযাপনে।
ঠিক তখনই ঘটে গেল পরিসরে ছোট্ট অথচ গভীরতার দিক থেকে বিশাল একটা ঘটনা। কোচ লিওনেল স্কালোনির ডাকে তার পাশে এসে হাজির একে একে পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালারা; ছবি তুললেন হাসিমুখে।
আপাতদৃষ্টিতে মনে হতে পারে ব্রাজিলের মাটিতে ইতিহাস গড়ার একটা স্মারকই বুঝি স্মৃতির অ্যালবামে তুলে রাখছেন স্কালোনি। কিন্তু সংবাদ সম্মেলনে যা বললেন, তাতে পিলে চমকে যাওয়ার জোগাড় হলো। রীতিমতো বোমা ফাটিয়ে আর্জেন্টাইন কোচ বললেন, ‘ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমাকে।’
গেল ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন স্কালোনি। দলও খেলছিল নেহায়েত মন্দ নয়। তবু কেন এমন ইঙ্গিত?
আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তার সমস্যার মূলে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। তার সঙ্গে কিছু বিষয় নিয়ে বনিবনা হচ্ছে না আর্জেন্টাইন কোচের। আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোয় যখনই আর্জেন্টিনা খেলে, তখন অব্যবস্থাপনার মুখে পড়ে প্রতি বারই; লজিস্টিকস, কাঠামো, সাপোর্ট স্টাফ… সব দিক থেকেই। এ বিষয়টি আবার নিশ্চিত করেছে দলেরই নির্ভরযোগ্য এক সূত্র। এ বিষয়ে খেলোয়াড়রাও জানেন বেশ করে। তবে বোমাটা স্কালোনি আজই ফাটিয়ে বসবেন, তা একেবারেই জানতেন না কেউ।
এদিকে স্কালোনির বোমা ফাটানোর পর তাপিয়া নিজের টুইটারে যা লিখেছেন, তাও সন্দেহের জন্ম দিচ্ছে বেশ। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের ছবি পোস্ট করেছেন, যাতে স্কালোনি কিংবা তার কোচিং স্টাফদের কারো উপস্থিতি নেই। তার ক্যাপশনে লিখেছেন, ‘সিদ্ধান্ত নিতে হবে…’
দুই পক্ষের এমন অবস্থানে একটা বিষয় পরিষ্কার, যে অ্যাসোসিয়েশন কর্তার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক চলছে না। যারই ফলে স্কালোনির এমন ইঙ্গিত। তবে বিষয়টা নিয়ে সিদ্ধান্ত কি নিয়েই ফেলেছেন স্কালোনি? না। সেটা তিনি পরিষ্কার জানিয়েই দিয়েছেন সংবাদ সম্মেলনে।
তবে আরেকটা খবর পরিস্থিতিটাকে আরও একটু ঘোলাটে করে দিয়েছে। আগামী ৭ ডিসেম্বর মিয়ামিতে হবে কোপা আমেরিকা ২০২৪ এর ড্র। সেখানে স্কালোনিসহ সব কোচিং স্টাফদের হাজির থাকার কথা। সেটাও এখন পড়ে গেছে ধোঁয়াশায়।
এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়? আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে সেটাও লুকিয়ে আছে তাপিয়ারই কাছে। সেটা আবার বলেছেন দলেরই সঙ্গে থাকা একজন।
স্কালোনির এ কথা যে নেহায়েত সতর্কবার্তা নয়, তা তার কথা থেকেই পরিষ্কার। নাহয় তিনি এ কথা বলার জন্য অন্য কোনো সময় বেছে নিতে পারতেন। সেটা তিনি করেননি, বলেছেন আজই, যখন দল একটা ঐতিহাসিক অর্জনের উদযাপন করছে তখন।
আর তাই ব্রাজিলকে হারানোর আনন্দের মুহূর্তের ঠিক পরই সব আর্জেন্টাইন, আকাশী-সাদা সমর্থকদের মন দিল বিষিয়ে, ভরিয়ে দিল বেশ দুশ্চিন্তাতেও।