লিগের শুরুতেই তামিমের অনুরোধ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৩৭ পিএম | ০১ মার্চ, ২০২৫

আগামী ৩ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ডিপিএলকে সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা একে একে যোগ দিচ্ছেন অনুশীলনে। এবার সব প্রস্তুতি শেষ হলো ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে।

আজ শনিবার বিকেলে মিরপুর স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সব দলের অধিনায়কদের নিয়ে উন্মোচিত হয়েছে এবারের আসরের ট্রফি। উদ্বোধনী ম্যাচে সোমবার মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 

এবার ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিকেএসপি-৩ ও বিকেএসপি-৪। রিজার্ভ ভেন্যু হিসেবে থাকছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ। আর এবারের আসরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৮ ম্যাচ হবে বলে জানিয়েছে টুর্নামেন্ট আয়োজক সংস্থা, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। এবারের ঢাকা লিগ সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে।

এদিন ট্রফি উন্মোচনের পর মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বলেন,আমরা জানি যে এবার অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে ক্লাবগুলো দল গড়েছে। ক্রিকেটারদের এর আগে বিপিএলের সময় আর্থিক ক্ষতি হয়েছে। এবারও অনেকে কম পারিশ্রমিকে দলে নাম লিখিয়েছেন। তাই সব ক্লাবের প্রতি আবেদন থাকবে তারা যেন ক্রিকেটারদের এই পারিশ্রমিক যথাসময়ে দিয়ে দেয়। এর আগে আমরা পারিশ্রমিক ইস্যুতে অনেক কিছুই শুনেছি। ওইরকম এবার হবে না আশাকরি।’

এবারের আসরে লিগের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিবির দুর্নীতি দমন ইউনিট বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের ড্রেসিংরুমে অতিরিক্ত ব্যক্তির যাওয়া সীমিত রাখার ব্যবস্থা নেওয়া হবে।

খেলার দুনিয়া | ফলো করুন :