ভারতের বিপক্ষে ম্যাচে কোনো অজুহাত মানতে নারাজ ফিলিপস
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ র শেষ ম্যাচে আজ মাঠে নামবে আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা ভারত-নিউজিল্যান্ড। অবশ্য ভারতের সঙ্গে মুখোমুখি দেখায় সুখ স্মৃতি নেই কিউইদের। সবমিলিয়ে ১১৮ ম্যাচের মধ্যে ৬০ ম্যাচে হেরেছে ব্ল্যাক ক্যাপসরা। অবশ্য তার ব্যতিক্রম চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই ফরম্যাটে মাত্র একবার কিউইদের মুখোমুখি হয়েছে ভারত। সেবার ফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা। তবে এবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতকে কোনো ছাড় দিতে রাজি নয় দলটির তারকা ব্যাটার গ্লেন ফিলিপস।
এবারের আসরের আয়োজক পাকিস্তান হওয়ায় দলকে সেখানে খেলতে পাঠায়নি ভারত। তাই বিকল্প ভেন্যু হিসেবে ভারতের সব ম্যাচ খেলা হয় দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। যেখানে বাকি দলগুলোকে ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলতে হয় সেখানে ভারত সব ম্যাচ একই স্টেডিয়ামে খেলছে। আর এটা ভারতের জন্য বাড়তি সুবিধা দিচ্ছে বলে সমালোচনা করেছিলেন চোটে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
ভারত বাড়তি সুবিধা পাচ্ছে কিনা জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের কিউই ব্যাটার ফিলিপস বলেন,‘ আমরা এমন কিছুতে মনোযোগ দিচ্ছি না। স্পষ্টভাবে বললে, একটি টুর্নামেন্ট ড্র যেভাবে সাজানো হয় আমরা সেভাবে মেনে নিতে প্রস্তুত থাকি। আর আমাদের কোনও অজুহাত খোঁজার মানসিকতা থাকে না। আমরা বিশ্বাস করি টুর্নামেন্টে অংশ নিতে হলে, যেভাবে ভাগ্য আমাদের নিয়ে এসেছে সেইভাবেই তা মেনে নিতে হবে।’
এ সময় তিনি আরো বলেন,‘বিষয়টা হল, ভারতকে এই ভাগ্য দেওয়া হয়েছে, এবং আমাদেরকেও এটি দেওয়া হয়েছে। এবং আমরা কখনও যেটা পাইনি সেটা অভিযোগ করব না। আমরা যা পেয়েছি সেটার সেরা ব্যবহার করব।’
এ ম্যাচে জয় পেলে সেটা দলের আত্মবিশ্বাসের জন্য উপকারী হবে বলে মনে করেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। তার ভাষ্য,‘ শীর্ষ অবস্থান ধরে রেখে গ্রুপ পর্ব শেষ করতে পারলে দলের সেমি-ফাইনালের জন্য আত্মবিশ্বাসের চলে আসবে।