রোজার শুভেচ্ছা জানালেন সাকিব-শান্ত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করা পারফরম্যান্সে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ দল। পাকিস্তান থেকে শনিবার দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। ওই দিনই দেশে রমজানের চাঁদ দেখা গেছে। একমাস পবিত্র রমজান পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। ক্রীড়াঙ্গনেও লেগেছে তার ছোঁয়া!
রমজান মাসকে স্বাগত জানিয়ে ভক্তদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের একটি হলো রোজা। এটার তাৎপর্য ইসলাম ধর্মে এত বেশি যে রমজান মাসে রোজা রাখা সকল প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের জন্য ফরজ করা হয়েছে। রোজার চাদঁ দেখা গেলে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে টাইগার অধিনায়ক শান্ত লিখেছেন, ‘পবিত্র রমজান মাসটি আপনার জীবনকে বিশ্বাস, শান্তি, সামঞ্জস্যতা এবং সমৃদ্ধি দিয়ে আলোকিত করুক।’
দেশে ফিরতে না পারলেও দেশের ভক্তদের রোজার শুভেচ্ছা জানাতে ভুল করলেন না সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে চিরপরিচিত হ্যাশট্যাগ (এসএএইচ৭৫) দিয়ে তিনি লিখেছেন, ‘রমাদান করিম! এই পবিত্র মাস সবার জন্য শান্তি, বরকত ও শক্তি বয়ে আনুক। সবাই ভালো থাকুন!’
আগামী ১২ মার্চ এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। যেখানে সাকিবের বিপরীতে মাঠে থাকবেন দেশের ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া তারকা খেলোয়াড় তামিম ইকবাল।