সেমিতে ভারতের প্রতিপক্ষ কারা?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৫৫ পিএম | ০২ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টানা জয়ে সবার আগে সেমিতে পা রেখেছে ভারত। তাদের সঙ্গে জয় অব্যাহত রেখে সেমিতে উঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। গতকাল জস বাটলারের ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেরা চারের লড়াইয়ে কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত, সেটা জানতে অপেক্ষা করতে হবে আজকে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচের জন্য।

বাংলাদেশ সময় বিকেল তিনটায় দুবাইয়ে মাঠে গড়াবে ম্যাচটি। সেমিতে উঠা দুই দলের এই ম্যাচে জয়ী দল হবে গ্রুপসেরা। ভারত গ্রুপসেরা হলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ অস্ট্রেলিয়া।

ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড গ্রুপসেরা হয়ে সেমিতে উঠলে ‘এ’ গ্রুপের রানারআপ ভারত মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ফলে আগামী ৪ মার্চ প্রোটিয়াদের কিংবা অজিদের সঙ্গে পূর্ব-নির্ধারিত ভেন্যুতে প্রথম সেমি-ফাইনাল খেলবে রোহিত শর্মার দল।

তবে দ্বিতীয় সেমিফাইনালটি কারা খেলবে সেটিও এখনও নিশ্চিত করা হয়নি। কিউইদের বিপক্ষে ভারতের আজকের ম্যাচ শেষেই দুই সেমিফাইনালের প্রতিপক্ষ জানা যাবে। আগামী ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় সেমি-ফাইনাল। পরবর্তীতে ৭ মার্চ দুবাই (ভারত উঠলে) অথবা লাহোরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনাল। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে আইসিসির সূচিতে।

খেলার দুনিয়া | ফলো করুন :