বিরাটের মাইলফলক ছোঁয়ার ম্যাচে ব্যাটিংয়ে ভারত
দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছিল অনেক আগেই। আজকের ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। আসরে এখনও হারের মুখ দেখেনি কোনো দল। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অপরাজিত থেকে সেমিফাইনাল খেলার লক্ষ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র এক পেসার নিয়ে খেলছে ভারত। গুঞ্জন উঠেছিল মোহাম্মদ শামিকে ছাড়া মাঠে নামবে রোহিত শর্মার দল। তবে এই ম্যাচেও একাদশে আছেন এ পেসার।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ৩০০ তম ম্যাচ খেলতে যাচ্ছেন বিরাট কোহলি। সপ্তম ভারতীয় হিসেবে এ মাইলফলক স্পর্শ করবেন কোহলি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫১ তম ওয়ানডে সেঞ্চুরি করা কোহলিও চাইবেন এমন একটা দিনকে স্মরণীয় করে রাখতে।
এ ম্যাচ যদি ভারত জেতে তাহলে ভারত হবে গ্রপ চ্যাম্পিয়ন। ফলে গ্রুপ বি’এর রানার্স আপ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ মার্চ দুবাইয়ে সেমিফাইনালে মুখোমুখি হবে তারা। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ফিরে যাবে পাকিস্তানে। আর ভারতকে যদি নিউজিল্যান্ড হারিয়ে দেয় তবে ভারত এ’গ্রুপ থেকে রানার্স আপ হবে। তাই অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলবে তারা। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ফিরে যাবে পাকিস্তানে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা।
নিউজিল্যান্ড একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।