আবারও টস হারলেন রোহিত!
টস ভাগ্য কিছুতেই পক্ষে যাচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের ম্যাচে আজ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরেছেন রোহিত। এ নিয়ে এটি ভারতের টানা ১৩তম টস হার।
অন্যদিকে টসের ক্ষেত্রে দুর্ভাগা অধিনায়কদের লিস্টে তিনে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। ২০২৩ এর নভেম্বর থেকে আজকের ম্যাচ পর্যন্ত টানা ১০ ওয়ানডে ম্যাচে টস জিততে পারেননি রোহিত।
রোহিতের থেকে অধিনায়ক হিসেবে টানা বেশিবার টস হারার রেকর্ড আছে মাত্র দুজনের। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ব্রায়ান লারা টানা ১২ ওয়ানডে ম্যাচে টস হেরে আছেন সবার উপরে। এরপর টানা ১১ বার টস হেরে দুইয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক পিটার বোরেন। আর তারপরই আছেন রোহিত।
ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছিল অনেক আগেই। আজকের ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। আসরে এখনও হারের মুখ দেখেনি কোনো দল। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অপরাজিত থেকে সেমিফাইনাল খেলার লক্ষ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।