এই জয়টা প্রয়োজন ছিল: মেসি

এই জয়টা প্রয়োজন ছিল: মেসি

গেল সপ্তাহে চলতি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম হারের কবলে পড়েছিল আর্জেন্টিনা। হেরেছিল উরুগুয়ের কাছে, তাও আবার নিজেদের মাঠেই। এমন হারের পরই ব্রাজিলের মুখোমুখি হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। নিকলাস অটামেন্ডির একমাত্র গোলে সে ম্যাচটা জিতেই ঘরে ফিরছে আকাশী-সাদারা। 

এমন ম্যাচের পর প্রতিক্রিয়ায় মেসি জানান, ‘উরুগুয়ের বিপক্ষে হারের পর এই জয়টা আমাদের দরকার ছিল।’

এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের মাটিতে তাদেরকে হারানো প্রথম দল বনে গেল আর্জেন্টিনা। মেসি বলেন, ‘এই দলটা দারুণ সব অর্জন করেই চলেছে। যদিও আজকের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটা ছিল না, তবে এটা দারুণ সুন্দর এক জয় ছিল।’ 

তবে ব্রাজিলের বিপক্ষে এই জয়টা সহজে আসেনি। প্রথমার্ধের একটা বড় সময় বেশ ভুগেছে আর্জেন্টিনা। মেসির কথা, ‘আমরা জানতাম এটা কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, কোপা আমেরিকা ফাইনালের মতো। তারা অনেক প্রেস করেছে, পিচের অনেক ওপরে উঠে আসছিল তারা, লম্বা সময় ধরে বল ধরে রাখতেই পারছিলাম না। এমন সব ম্যাচের ফলাফল ছোট ছোট বিষয় নির্ধারণ করে দেয়।’ 

তবে ম্যাচটা শুরুতেই এস্তাদিও দে মারাকানা দেখেছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দুই দলের সমর্থকদের হাতাহাতির পর আর্জেন্টাইনদের ওপর লাঠিচার্জ করা শুরু করে ব্রাজিলের নিরাপত্তা কর্মীরা। যার ফলে মেসিরা প্রথমে গ্যালারির কাছে গিয়ে তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করেন, পরে ড্রেসিং রুমে চলে যান।

সে বিষয়ে মেসি বলেন, ‘আমরা দেখেছি তারা কীভাবে লোকজনকে মারছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও এমন হয়েছে। আমরা মাঠের খেলা নিয়েই মনোযোগী ছিলাম, যেখানে ওরা ওসব নিয়েই পড়ে ছিল। আমরা লকার রুমে গিয়েছিলাম, কারণ পরিস্থিতি ঠাণ্ডা করার এটাই সবচেয়ে ভালো উপায়। যে কোনো কিছু হয়ে যেতে পারত।’

 

সম্পর্কিত খবর