তামিমের হাত ধরে দল পেলেন লিটন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল সোমবার। সেখানে শুরুর আগে দল পেলেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় দল নির্বাচনে সমস্যা হলেও শেষপর্যন্ত আসরের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামবেন তিনি।
ডিপিএলে প্রথমবারের মতো নাম লেখানো গুলশান ক্রিকেট ক্লাবটির মালিকানায় আছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। দলটির হয়ে লিটনের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম। নতুন এই দলের কোচেরা দায়িত্ব নিয়েছেন আবাহনীর লিমিটেডের সাবেক কোচ খালেদ মাহমুদ সুজন।
তারুণ্য নির্ভর এ দলটিতে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটারসহ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও। এদিকে লিটনের দল পাওয়ার খবর নিশ্চিত হওয়া গেলেও এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমানের দল পাওয়া নিয়ে নিশ্চিত হওয়া যায় নি। ফলে ডিপিএলে মাঠে না নামার সম্ভাবনা আছে কাটার মাস্টারের।
অন্যদিকে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হতে পারে সেদিকে নজর রাখছেন তামিম ইকবাল। ডিপিএলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আমি সব সময় মনে করি, প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে এতটুকুই চাওয়া থাকবে।’