শরিফুল-তামিমের দাপটে ডিপিএলে উড়ন্ত সূচনা রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে তারকা বহুল দল লিজেন্ডস অব রূপগঞ্জ। শরীফুল ইসলামের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি গাজী গ্রুপ। শতরান পেরোনোর আগেই সবকটি উইকেট হারায় দলটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গাজী গ্রুপ। তাতে ৯৩ রানে অলআউট হয় দলটি। ওপেনিংয়ে নামা অধিনায়ক এনামুল হক বিজয় সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। বিজয় ফিরলে সাজঘরের ব্যস্ততা বাড়ে গাজী গ্রুপ শিবিরে। একে একে আউট হন মোহাম্মদ সালমান হোসাইন ইমন, আমিনুল ইসলাম বিপ্লব। তাতে মাত্র ৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। এরপর মাঠে নামা তোফয়েল আহমদ ও ওয়াসি সিদ্দিকীর জুটি কোনো রকম মান বাঁচায় গাজী গ্রুপের।
এই জুটি যোগ করেন ৪৭ রান। ৫৯ বল খেলে ২৪ রান করে তোফায়েল ও ৭৭ বলে ১৮ রান করে ওয়াসি সিদ্দিকী শিকার হন তানভীর ইসলামের বলে। এরপর শেষদিকে মাঠে নামা আব্দর গাফ্ফার সাকলাইনের ৫০ বলে ২৬ রানের ইনিংসে ভর করে শত রানের দুর্বল পুজি তুলে তারা। রুপগঞ্জের হয়ে শরীফুল ইসলাম ৪টি উইকেট তুলে ম্যাচ সেরা হন। আর তানভীর ইসলাম ৩টি, তানজিম সাকিব ও সাইফ ইসলাম তুলে নেন ১ টি করে উইকেট।
জবাবে ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ তামিমের ফিফটিতে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে লিজেন্ডস অব রূপগঞ্জ। অপর প্রান্তে তামিমকে সঙ্গ দেওয়া সাইফ হাসান করেন অপরাজিত ৩৮ বলে ২৭ রান। আর ১৪১.৩০ রানরেটে ৪৬ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তামিম।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ৩৮.৫ ওভারে ৯৩/১০( তোফয়েল আহমদ ২৪; ওয়াসি সিদ্দিকী ১৮;গাফ্ফার ২৬; শরীফুল ইসলাম ৪/১৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৩.৫ ওভারে ৯৭/০ (তামিম ৬৫*, সাইফ ২৭*)
ম্যাচসেরা : শরীফুল ইসলাম
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জয়ী।