আবারও টস হারলেন রোহিত,ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
আবারও টস হারলেন রোহিত শর্মা। এ নিয়ে টানা ১১ বার টস হারলেন ভারতীয় অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
এ ম্যাচে ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে মাঠে নামবে ভারত। দলে ৪ স্পিনারের পাশাপাশি একমাত্র পেসার হিসেবে আছেন মোহাম্মদ শামি। আর দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ইনজুরিতে ছিটকে যাওয়া ম্যাথিউ শর্টের পরিবর্তে কোপার কনলি ও স্পেন্সার জনসনের পরিবর্তে খেলবেন তানভির সাঙ্গা।
এ নিয়ে টানা ১৪ ওয়ানডে ম্যাচে টস হারল ভারত। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। রোহিত আর একবার টস হারলেই ভাগ বসাবেন অধিনায়ক হিসেবে ব্রায়ান লারান টানা ১২ বার টস হারার রেকর্ডে।
টস হারায় অবশ্য রোহিতকে খুব একটা হতাশ হতে দেখা যায়নি। ভারতীয় অধিনায়ক জানান যে তারা ব্যাটিং-বোলিং দুটোই করার জন্য প্রস্তুত ছিলেন। আর আগে ব্যাট করে ভারতকে বড় লক্ষ্য ছুড়ে দিয়ে চাপে ফেলতে চান স্মিথ।