রান আউট বিতর্কে প্রাইম ব্যাংককে লাখ টাকা জরিমানা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:২৯ পিএম | ০৪ মার্চ, ২০২৫

বিতর্ক বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া লিগগুলোর নিত্যদিনের সঙ্গী। যার ব্যতিক্রম হয়নি গতকাল শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। উদ্বোধনী দিনে তৈরি হওয়া রান আউট বিতর্কের কারণে প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হচ্ছে দলটির অধিনায়ক ইরফান শুক্কুরকে।

গতকাল প্রাইক ব্যাংক ও রুপগঞ্জের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে ফাহাদ হোসেনের লেগ স্টাম্পে করা গুড লেংথ ডেলিভারিতে মিড অনে ঠেলে দিয়ে দৌড় দিয়েছিলেন শুক্কুর। বাঁহাতি ব্যাটার দৌড়ে প্রায় পৌঁছেও গিয়েছিলেন। এমন সময় মিড অন থেকে বল কুড়িয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন আল আমিন হোসেন জুনিয়র।

এ ঘটনায় অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা ইশতিয়াক আহমেদ নাদিম কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থেকে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হোন। ডিপিএলের এবারের আসরে থার্ড আম্পায়ার থাকার কথা। তবে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ঐ ম্যাচে ছিলেন না থার্ড আম্পায়ার। তাই বাধ্য হয়ে ফিল্ড আম্পায়ারকেই দিতে হয় সিদ্ধান্ত। ইশতিয়াক নাদিম শুককুরকে আউট ঘোষণার পরেই শুরু হয় বাকবিতান্ডা।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে ব্যাটার শুককুর প্রশ্ন তোলেন আম্পায়ারের দিকে। এমন ঘটনার প্রতিবাদ করতে ড্রেসিংরুম থেকে ছুটে আসেন কোচ তালহা জুবায়েরও। আর তাতেই কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা এবং ম্যানেজারকেও সমান অঙ্কের টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় শুক্কুরের নামের পাশে যুক্ত করা হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। যার কারণে পরের ম্যাচে খেলা হবে না প্রাইম ব্যাংকের অধিনায়ককে।

যদিও রান আউট বিতর্ক কাটিয়ে শামীম হোসেন পাটোয়ারির ৯৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে সে ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছিল প্রাইম ব্যাংক।

খেলার দুনিয়া | ফলো করুন :