বিশ্বকাপ জয়ীদের বরণে নেই কোনো আড়ম্বর

বিশ্বকাপ জয়ীদের বরণে নেই কোনো আড়ম্বর

বিশ্বকাপ উদযাপনের সকল প্রস্তুতি নিয়েই আহমেদাবাদে হাজির হয়েছিল ভারতীয় সমর্থকরা। তাদের সেই আয়োজনে পানি ঢেলে দিয়েছে অস্ট্রেলিয়া। মাঠে আসা প্রায় লক্ষাধিক সমর্থকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে রেকর্ড ষষ্ট বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া। সেই ট্রফি নিয়েই আজ দেশে ফিরেছিল প্যাট কামিন্সের দল। অথচ তাদের বরণ করে নিতে বিমানবন্দরে ছিল না কোনো আড়ম্বর।

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরছে দেশটির তারকারা। অথচ তাদের নিয়ে যেন কোনো মাতামাতি নেই সাধারণের। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অজিদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক; অথচ তাকে ঘিরে ধরছে না কেউ। সেলফি কিংবা অটোগ্রাফের আবদার নেই। যেন তাকে কেউ চিনতেই পারছে না। ব্যস্ত যে যার কাজে। কেবল বিমানবন্দরে এসেছেন দেশটির ক্রীড়া সাংবাদিকরা।

এতটাই সাধারণ ভাবে ট্রফি নিয়ে দেশে ফিরেছেন কামিন্স-মিচেল মার্শরা। অবশ্য তাদের বরণ করে নিতে কোনো অনাড়ম্বর না থাকলেও ঠিকই উচ্ছ্বাসিত ক্রিকেটাররা। বিশ্বকাপ জয়ের ঘোর এখনও কাটেনি তাদের। সিডনি বিমানবন্দরে কামিন্স তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আধা ঘণ্টা পরপরই মনে হচ্ছে বিশ্বকাপ জিতেছি এবং উত্তেজিত হয়ে উঠছি। আমরা এখনো ঘোরের মধ্যে আছি।’

সবমিলিয়ে চলতি বছরটা স্বপ্নের মতো কেটেছে অজিদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অ্যাশেজ। আর শেষটা হলো ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয় করে। আর সেই দলটির অধিনায়ক কামিন্স। বিষয়টি যে তাকে তৃপ্ত করেছে কামিন্স জানিয়েছেন সেটিও, ‘বছরটা দারুণ কেটেছে। চার বছর পর বিশ্বকাপ আর সেটা যদি ভারতে হয় তখন এটা বেশ কঠিন। অ্যাশেজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ মিলিয়ে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। দলের অধিনায়ক হিসেবে আমি তৃপ্ত।’

সম্পর্কিত খবর