ফাইনালে উঠবে কারা দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫৫ এএম | ০৫ মার্চ, ২০২৫

দিনটা ছিল ২০১৫ সালে ২৪ মার্চ। ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গ্রান্ট ইলিয়টের ৮৪ রানে ভর করে ১ বল বাকি রেখে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। এবার আবারও সেমিফাইনালে মুখোমুখ হবে দুই দল। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ( ৫ মার্চ) মুখোমুখি হবে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড ও টেমবা বাভুমার দক্ষিণ আফ্রিকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটায় মাঠে নামবে দুই দল। 

গ্রুপ এ’ তে রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৫ উইকেটে। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪৪ রানে হেরেছে কিউইরা। 

অন্যদিকে গ্রুপ বি’তে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের সঙ্গে বড় জয়ের পর শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বাভুমার দল। আফ্রিকার দ্বিতীয় ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। রাওয়ালপিন্ডির সে ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। 

ওয়ানডে ইতিহাসে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে মোট ৭৩ বার। যেখানে ৪৩ ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর আফ্রিকা জিতেছে ২৫ ম্যাচ। কোনো ফলাফল হয়নি ৫ ম্যাচে। 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার উইকেটরক্ষক টম লাথাম। তিন ম্যাচে লাথাম করেছেন ১৮৭ রান। আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও লাথাম। আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের মালিক রায়ান রিকেলটন। ২ ম্যাচে রান করেছেন ১৩০।

খেলার দুনিয়া | ফলো করুন :