প্রোটিয়াদের রেকর্ড ৩৬৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসে ৩৬২ রানের রেকর্ড পুঁজি সংগ্রহ করেছে কিউইরা
  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:১৩ পিএম | ০৫ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলল নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নামা রাচিন রবিন্দ্র আর তিনে নামা কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসে ৩৬২ রানের রেকর্ড পুঁজি সংগ্রহ করেছে কিউইরা।

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আসরের সবোর্চ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে কিউইরা। এই আসরে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫৬ রান। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙে আজ বুধবার নতুন করে গড়েছে উইলিয়ামসনরা। পাশাপাশি আইসিসি ইভেন্টের নক আউট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি।

ব্যাট করতে প্রথমে নেমে ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৪৮ রানে আউট হন উইল ইয়াং। এরপর দলের রানের হাল ধরেন রাচিন রবিন্দ্র ও কেইন উইলিয়ামসন। এই জুটি যোগ করেন ১৬৪ রান। ৩৪ ওভারে কাগিসো রাবাদার বলে আউট হওয়ার আগে ১০১ বলে ১০৮ রানের ইনিংসটি ১টি বাউন্ডারি ও ১৩টি চার দিয়ে সাজান রাচিন।

৪০ ওভারে মাঠ ছাড়ার আগে ৯২ বলে ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরির দেখা পান উইলিয়ামসন। ১০২ রানের ইনংসটি তিনি সাজিয়েছেন ২টি বাউন্ডারি ও ১০টি চার দিয়ে। তিনি ফিরলে মাঠে নামা ড্যারি মিচেল অল্পর জন্য ফিফটি মিস করেন। এনগিডির বলে রাবাদার হাতে তালুবন্ধি হয়ে মাঠে ছাড়েন ৩৭ বলে ৪৯ রান করা মিচেল। দলের রানকে আরেকটু এগিয়ে দেন ২৭ বলে ৪৯ রানের দ্রুততম অপরাজিত ইনিংস খেলা গ্লেন ফিলিপস। শেষপর্যন্ত ৫০ ওভারে ৩৬২ রান সংগ্রহ করে কিউইরা।

প্রোটিয়াদের হয়ে বল হাতে লুঙ্গি এনগিডি ৩টি, কাগিসো রাবাদা ২টি ও উইয়ার মোল্ডার ১টি করে উইকেট তুলে নেন।

খেলার দুনিয়া | ফলো করুন :