ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিক

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:০৯ এএম | ০৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট থেকে। বুধবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার নিজের বিদায়ের সিদ্ধান্ত জানান।

'আজকে থেকে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি'— এমন  লিখে মুশফিক জানান, তার ক্রিকেট ক্যারিয়ারে এই সিদ্ধান্তটি ছিল একটি নতুন অধ্যায়ের শুরু। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, "সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটি ব্যাপার ছিল নিশ্চিত, প্রতিবার দেশের জন্য যখন মাঠে নেমেছি, নিবেদন ও সততা দিয়ে নিজের শতভাগের বেশি দিয়েছি।"

এটি মুশফিকের দ্বিতীয় বিদায়। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেট থেকে তার বিদায়ে শেষ হলো বাংলাদেশের ক্রিকেটের একটি অধ্যায়। এই সময়ে গৌরব, অর্জন এবং কিছু ব্যর্থতা দুটোই ছিল তার ক্যারিয়ারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর পরই মুশফিকের ওয়ানডে ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে আলোচনা তীব্র হয়েছিল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন তিনি, পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রানে আউট হয়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার কারণ হয়ে দাঁড়ান। এর পরে দেশের ক্রিকেটে তার ব্যর্থতার জন্য বেশ কিছু সমালোচনা ও আলোচনা উঠে। 

গত কিছু মাসে তার ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকা, ফিফটি করার ক্ষেত্রেও দীর্ঘ বিরতি ছিল। সর্বশেষ ১৪ ইনিংসে কেবল একটি ফিফটি ছিল তার। সেই সাথে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে সেঞ্চুরির পর থেকে ২৭ ইনিংসে আর কোনো বড় স্কোর আসেনি। 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুশফিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বোর্ডের মনোভাবের আভাস পাওয়া গিয়েছিল যখন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেছিলেন যে, ২০২৭ সালের বিশ্বকাপে মুশফিক ও মাহমুদউল্লাহর খেলা কঠিন হবে। 

খেলার দুনিয়া | ফলো করুন :