‘আমার মনে হয় মুশফিক সবটুকুই করেছে’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:০৭ পিএম | ০৬ মার্চ, ২০২৫

খসে পড়লো আরো এক নক্ষত্র! দেশের হয়ে আর ওয়ানডে খেলতে দেখা যাবে না টাইগার উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমকে। দেশের ক্রিকেট বলতে একসময় যাদের বুঝতো ভক্তরা, তারাই এখন একে একে বিদায় নিচ্ছেন ক্রিকেটাঙ্গন থেকে। মুশফিকের বিদায়বেলা তার সঙ্গে কাটানো মুহূর্ত স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক ওপেনার তামিম ইকবাল।

দেশের খেলা সর্বশেষ ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিক, তাতে হয়ত ক্ষোভ জমেছিল দেশের হয়ে সর্বোচ্চ ২৭৪ ওয়ানডে ম্যাচে এ ব্যাটারের। মুশফিকের বিদায়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভিডিও বার্তা শেয়ার করেন চলতি বছরের জানুয়ারিতে অবসর নেওয়া তামিম ইকবাল।

তামিম বলেন,‘আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলছি যে তোর সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে।’

এ সময় কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন তামিম। অশ্রুসজল চোখে তামিম বলেন,‘ ‘আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে এত কষ্ট করে কীভাবে বা তার ডেডিকেশন খেলার প্রতি, ভালোবাসা। এটা কথায় কোনো দিন বোঝাতে পারব না। আজকে ওর খেলা ছেড়ে দেওয়া কত কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি এই জিনিসটা ফিল করতে পারি। যে এটা খুব কঠিন তার জন্য। একটা ফরম্যাটে ক্রিকেটার হিসেবে তো আমি এটা আশা করব যে ১০০তম টেস্ট অবশ্যই খেলবি তুই।’

খেলার দুনিয়া | ফলো করুন :