ইমনের সেঞ্চুরিতে উড়ে গেল গুলশান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:২৬ পিএম | ০৬ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএলে) প্রথম ম্যাচে মোহামেডানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পথ হারালো নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। পারভেজ হোসেন ইমনের অসাধারণ সেঞ্চুরিতে আসরে টানা দুই জয় তুলে নিলো আবাহনী লিমিটেড।

আজ ৬ মার্চ ( বৃহস্পতিবার) বিকেএসপির ৪ নাম্বার মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩২৩ রানের বিশাল পুঁজি পায় আবাহনী। পাহাড় সমান রান তাড়া করতে নেমে ১৬১ রানেই থামে গুলশানের ইনিংস। আর তাতেই ১৬২ রানের বড় ব্যবধানে জয় পায় আবাহনী।

৩২৪ রানের পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল গুলশান। লিটন কুমার দাস ও জাওয়াদ আবরার গড়েন ৪৭ রানের জুটি। জাওয়াদ ১৮ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিরে যান মেহেদী হাসানের বলে। লিটনও এরপর বেশিক্ষণ টিকতে পারেনি। ফিরে গেছেন ১৪ রান। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি গুলশান। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইফতেখার হোসাইন এ ম্যাচে ফিরেছেন ১৪ রান করে। খালিদ হাসানের ৪৯ আর নিহাদুজ্জামানের ৩৫ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ইমন ও জিশান আলম। দুজনে মিলে ওপেনিং জুটিতে করেন ৫১ রান। ৪২ বলে ৩৪ রান করে ফিরে যান জিশান আলম। তবে উইকেটের একপ্রান্তে টিকে থেকে সেঞ্চুরি তুলে নেন ইমন। সাজঘরে ফেরার আগে ১২৪ বলে ১২৬ রানের দুর্দান্ ইনিংস খেলেন আবাহনীর এ ওপেনার। এরপর মোহাম্মাদ মিঠুনের ৭২, মোসাদ্দেক হোসেনের ৩৫ ও মাহফুজুর রাব্বির ঝড়ো ১৪ বলে ২৮ রানে ৩২৩ রান করে আবাহনী।

ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন।

 

খেলার দুনিয়া | ফলো করুন :