মুশফিকের অবসরে যা বললেন বিসিবি সভাপতি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:৩৬ পিএম | ০৬ মার্চ, ২০২৫

প্রায় দুই দশক ধরে দেশের ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মুশফিকুর রহিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বুধবার রাতে এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত জানান দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা এই উইকেটকিপার ব্যাটার।

অবসরের ঘোষণার পর এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার ওয়ানডে ক্রিকেটে মুশফিকের অপরিসীম আত্মত্যাগ, দৃঢ়তা,উৎসাহ এবং পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়েছে বিসিবি। উইকেটের পেছনে ও দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে মুশফিকের হাল ধরার সক্ষমতা দেশের ওয়ানডে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

দেশের ক্রিকেটে মুশফিকের নাম স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘মুশফিকুর রহিমের পরিশ্রমী মনোভাব, সহনশীলতা এবং অবিচলিত সংকল্প আগামী প্রজন্মকে প্রেরণা দেবে। যখন আমরা বাংলাদেশের অন্যতম সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বলবো, তখন তার নাম সবসময় উজ্জ্বলভাবে আলোচিত হবে।’

এ সময় তিনি আরো বলেন,‘ এটি একটি অবিশ্বাস্য অর্জন যে তিনি ১৯ বছর ধরে এই ফরম্যাটের সর্বোচ্চ স্তরে খেলেছেন, যা তার ধারাবাহিকতা এবং চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দিচ্ছে। আমি নিশ্চিত যে তার কাছে এখনও ক্রিকেটের জন্য অনেক কিছু দেওয়ার আছে, এবং আমরা আশা করি তিনি মাঠে এবং মাঠের বাইরে উভয় জায়গায় নিজেকে নতুন করে চেনাবেন।’

বাংলাদেশের হয়ে ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান করেছেন মুশফিক। যেখানে ৩৭ ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৭ ম্যাচে ৩৪.৩৫ গড়ে ১০৬৫ রান করেছেন তিনি। টাইগারদের হয়ে ওয়ানডে বিশ্বকাপে ৩৮ ম্যাচ খেলে ৩৪.৮ গড়ে মুশফিক করেছেন ১০৭৯ রান। আর এশিয়া কাপে ২৫ ম্যাচে ৩৬.০৮ গড়ে ৮৩০ রান এসেছে তার ব্যাট থেকে।

খেলার দুনিয়া | ফলো করুন :