জয়ে ফিরল মুশফিকের মোহামেডান, পারটেক্স হারাল প্রাইমকে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০৭ পিএম | ০৬ মার্চ, ২০২৫

তারকাবহুল মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএল) শুরুটা করেছিল নবাগত গুলশানের কাছে হেরে। তবে আজ আর হারের মুখ দেখতে হয়নি মোহামেডানকে। মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে বিদায়ের দিনে তার দল মোহামেডান, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ৭ উইকেটে।

আজ ৬ মার্চ (বৃহস্পতিবার) মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২২ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৩৭.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় মোহামেডান।

২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিনও ব্যাট হাতে ব্যর্থ তামিম ইকবাল। দলীয় ২৭ রানের মাথায় তামিম ফিরেছেন মাত্র ১৪ রান করে। আরেক ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। দলীয় ১০৬ রানের মাথায় নিজেদের তৃতীয় ও সর্বশেষ উইকেট হারায় মোহামেডান। আরিফুল ইসলাম ফেরেন ১৫ রান করে। এরপর আর উইকেটের দেখা পাননি রূপগঞ্জ বোলাররা। অঙ্কন ও হৃদয় মিলে গড়েন ১১৯ রানের জুটি। অঙ্কন অপরাজিত ছিলেন ৮১ রানে আর হৃদয় করেন অপরাজিত ৭৪ রান। অঙ্কন ও হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন ব্যাট হাতে মাঠে নামতে হয়নি সদ্য বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় রূপগঞ্জ। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন অমিত মজুমদার। নিয়মিত বিরতিতে উইকেট হারানো রূপগঞ্জের ব্যাটিংয়ে হাল ধরতে পারেননি কেউই। দলীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে আলামিন জুনিয়রের ব্যাট থেকে। আর তানভির হায়দার করেন দ্বিতীয় সর্বোচ্চ  ৩৭ রান। ম্যাচসেরা হয়েছেন ৯৭ বলে ৮১ রান করা মাহিদুল ইসলাম অঙ্কন।

দিনের অপর ম্যাচে আলাউদ্দিন বাবুর বিধ্বংসী ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। আলাউদ্দিন বাবু খেলেছেন মাত্র ৩২ রানের দুর্দান্ত ইনিংস।

বিকিএসপির তিন নাম্বার মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান করে প্রাইম ব্যাংক। আগের ম্যাচের ম্যাচসেরা শামিম হোসেন পাটোয়ারি খেলেছেন দলীয় সর্বোচ্চ ৬৯ রান। এছাড়া নাইম শেখ ৪৬ ও শাহাদাত হোসেন দিপু করেছেন ৬৪ রান।

৩০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচটা হেরেই যাচ্ছিল পারটেক্স। তবে হারতে দেননি আলাউদ্দিন বাবু। মোহর শেখকে নিয়ে অষ্টম উইকেটে গড়েছেন ৮৯ রানের জুটি। যেখানে মোহর করেছেন মাত্র ৯ রান। বাবুর এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ে ২ ওভার হাতে রেখেই ৩ উইকেট হাতে রেকে জয় তুলে নেয় পারটেক্স।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :