নারী ক্রিকেট দলের কোচ হলেন দ্রুততম মানবী জুঁই

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:২৮ পিএম | ০৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের সাবেক দ্রুততম মানবী ও বিকেএসপির অ্যাথলেটিকস কোচ ফৌজিয়া হুদা জুঁই। আজ বৃহস্পতিবার নারী দলের উন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

দক্ষিণ এশিয়ান গেমসে অ্যথলেটিকসে দুইবার রুপা জেতা জুঁইয়ের সঙ্গে আপাতত ছয় মাসের চুক্তি করেছে বিসিবি। নতুন দায়িত্ব নিয়ে তিনি জানান, ‘বিসিবি থেকে বিকেএসপিকে চিঠি দেওয়া হয়েছে। এখন বিকেএসপি অনুমতি দিলে নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করব। আজই হয়তো জানতে পারব বিকেএসপির সিদ্ধান্ত। এটা আসলে অনেক আগেই থেকেই ভেবে আসছিলেন ফাহিম স্যার। অবশেষে এখন সুযোগ এসছে ‘

বিকেএসপি থেকে দেশের ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থায় কাজ করার সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন,‘ আমাদের খেলাটাই (অ্যাথলেটিকস) স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিংভিত্তিক। আমরা সর্বোচ্চ পর্যায়ে এটা করেছি। ক্রিকেটে হয়তো অতটা নয়। এর ওপর একটা কোর্সও করা হয়েছে আমার। নতুন দায়িত্বে নারী ক্রিকেটের ফিটনেস নিয়ে কাজ করা হবে। কাজটা করতে আমি উন্মুখ হয়ে আছি।’

নতুন দায়িত্বের জন্য মুখিয়ে থাকলেও অবশ্য চ্যালেঞ্জের বিষয়ে এখন থেকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। জুই বলেন,‘এত দিন পর নিজেকে অন্য জায়গায় মেলে ধরতে চাই। নিজেকে চেনাতে চাই। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জও। তবে চ্যালেঞ্জের চেয়ে বেশি রোমাঞ্চিত বলতে পারেন। এর সঙ্গে অবশ্য নিজেকে মানিয়ে নিতে হবে।’

২০০৪ ও ২০০৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে লং জাম্পে রুপা জিতেছিলেন জুই। ২০০৪ সালে এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকসে (অনূর্ধ্ব–২১) লং জাম্পে জেতেন ব্রোঞ্জ। আর তেহরানে তৃতীয় ইসলামিক গেমসে ৬০ মিটার স্প্রিন্টে জেতেন ব্রোঞ্জ। করাচিতে ৭ দেশের আমন্ত্রণমূলক অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে জেতেন সোনা। দেশের দ্রুততম মানবীর ঘরোয়া অ্যাথলেটিকসে লং জাম্পে সোনার সংখ্যা ১৩-১৪টি। মাঠের পাশাপাশি কোচিংয়ে নিয়েছেন ডক্টরেট ডিগ্রিও।

খেলার দুনিয়া | ফলো করুন :