সাইফ-আফিফের সেঞ্চুরি মিস,ইয়াসিরের শতকে রূপগঞ্জকে হারাল ধানমন্ডি
পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানে লিজেন্ডস অব রূপগঞ্জ হারিয়েছিল ৩ উইকেট। সেখান থেকে সাইফ হাসান ও আফিফ হোসেনের ১৭২ রানের জুটিতে ভালো ভাবেই ঘুরে দাঁড়িয়েছিল তারা। তবে আবারও ব্যাটিংধ্বসে পড়ে দলটি। আর তাতেই ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৪ রানে হেরেছে রূপগঞ্জ।
আজ ৭ মার্চ (শুক্রবার) ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে বিকেএসটির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান করে ধানমন্ডি। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৮ রানে থামে রূপগঞ্জের ইনিংস।
এর আগে ব্যাটিংয়ে নেমে ধানমন্ডির শুরুটাও হয়েছিল নড়বড়ে। ওপেনার আশিকুর রহমান আউট হন ১৮ রান করে। আর হাবিবুর রহমানের ব্যাট থেকে আসে ৫ রান। নূরূল হাসান সোহানও ফিরেছেন ব্যক্তিগত ৩৩ রান করে। এরপরই ইয়াসির আলি চৌধুরি ও মইন খান মিলে গড়েন ১৪৬ রানের জুটি। মইন খান ৬২ করে ফিরে গেলেও ইয়াসির অপরাজিত থাকেন ১২১ বলে ১৪৩ রানে। শেষে জিয়াউর রহমান খেলেন ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। তাতেই ৩৩২ রানের পাহাড় সমান পুঁজি পায় ধানমন্ডি।
দুই রাউন্ড শেষে একমাত্র অপরাজিত দল ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচে দুই জয়ে তারা আছে পয়েন্ট টেবিলে সবার উপরে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বাদে আর সব দলই একটি করে জয়ের দেখা পেয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
ধানমন্ডি স্পোর্টিং ক্লাব: ৩৩২/৭ ( ইয়াসির আলি রাব্বি-১৪৩,মইন খান -৬২ ,তানভীর ৩/৫০)
লিজেন্ডস অব রূপগঞ্জ:৩০৮/৯( আফিফ হোসেন ধ্রুব ৯৮, সাইফ হাসান ৯৫,মইন খান ৩/৪০)
ফল: ২৪ রানে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব
ম্যাচসেরা:ইয়াসির আলি রাব্বি