বাজে সময়কে পেছনে ফেলার চ্যালেঞ্জ
বিশ্বকাপে বাংলাদেশের সময়টা ভালো কাটেনি মোটেও। তার পর অবশ্য দম ফেলার সুযোগ নেই দলের। এরপরই যে নিউজিল্যান্ড সিরিজ, যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিলেটে হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, সেটা খেলতে গতকাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। যাওয়ার আগে নুরুল হাসান সোহান সংবাদ মাধ্যমকে জানালেন, এই সিরিজকে তিনি দেখছেন বাজে সময়কে পেছনে ফেলার চ্যালেঞ্জ হিসেবে।
তার কথা, ‘বিশ্বকাপে আমাদের একটা খারাপ সময় গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সুযোগ দল হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার। আমরা কতটা ভালো সেটাও দেখানোর সুযোগ। আমার কাছে মনে হয় যে ভালো সিরিজ হবে। ’
নিউজিল্যান্ডকে সবশেষ সিরিজেই তাদের মাটিতে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। সে ম্যাচে প্রতিটি বিভাগে ভালো খেলে তবেই জয়টা তুলে নিয়েছিল মুমিনুল হকের দল। ভালো কিছুর জন্য সে ম্যাচের ব্লুপ্রিন্টটাই এই সিরিজে করে দেখানোর কথা মনে করিয়ে দিলেন সোহান। তার কথা, ‘আমার কাছে মনে হয় যে যদি সবাই সবার জায়গা থেকে ভালো মতো খেলতে পারি এবং পরিস্থিতি যেটা চাচ্ছে সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে।’
সোহান নিজে এই সিরিজ দিয়ে ফিরেছেন জাতীয় দলে। সময়টা তার ভালো কেটেছে শেষ কিছু দিনে। রাজশাহীর বিপক্ষে একটি ম্যাচে সেঞ্চুরি করে তার দল খুলনাকে জিতিয়েছেন তিনি, পরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষেও করেছেন সেঞ্চুরি। সবমিলিয়ে ১০ ম্যাচে ৪৪২ রান করেছেন। এবার সেটা নিউজিল্যান্ড সিরিজেও বয়ে নিয়ে আসার আশা সোহানের।
তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দল আমার কাছ থেকে যেটা চাইবে সেটাই করার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি। ’
সবশেষ জাতীয় লিগে পারফর্ম করার আত্মবিশ্বাসটা সঙ্গে আছে তার। সেটা নিয়ে সামনে এগোনোর প্রত্যয় তার, ‘দল যেটা চাইবে সেটা যদি আমি করতে পারি আমার কাছে মনে হয় ওইটাই লক্ষ্য থাকবে। আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ এবং ওইটা আছি। নিজের জায়গা থেকে চেষ্টা করবো ভালো করার।’