শিরোপা জিততে কিউইদের যে পরামর্শ দিলেন শোয়েব
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল রোববার মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। অবশ্য গ্রুপপর্বে ভারতের সঙ্গে দেখায় সুখস্মৃতি নেই কিউইদের। সেই ম্যাচে ৪৪ রানের ব্যবধানে হেরেছিল তারা। তবে ফাইনালে যেন সেই বিপর্যয়ের পড়তে না হয় সেজন্য নিউজিল্যান্ডকে পরামর্শ দিচ্ছেন গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় শোয়েব আখতার।
টানা হারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ভারতের কাছে হারার পর বাবর আজমদের বেশ কড়া ভাষায় সমালোচনা করেছিলেন দেশটির নাবেক তারকারা। এবার কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারকে ভারতকে হারানোর বিষয়ে সতর্ক করে দিয়ে শোয়েব আখতার বলেছেন,‘ এটা ভুলে যাও যে সামনে ভারত আছে। কখনও ভেবো না, তোমরা দুর্বল দল। স্যান্টনারকে এটা বিশ্বাস করতে হবে। এই গুণটা ওর মধ্যে আছে। অধিনায়ক হিসেবে এই খেতাব জিততে মরিয়া থাকবে ও।’
তিনি আরো বলেন,‘ সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগ করতে হবে। রোহিত শর্মার আক্রমণ নিষ্ক্রিয় করতে হবে স্পিনার দিয়ে। তবে আমি মনে করি, ভারত এই ম্যাচে ৭০-৩০-এ এগিয়ে আছে। সেটা ব্যাটিং হোক বা স্পিনার কিংবা পরিপক্বতার জন্য। কিন্তু নিউজিল্যান্ড যদি সেরা খেলাটা খেলে, তাহলে ম্যাচ জিততেই পারে।’
রোহিত শর্মার স্পিনিং স্কোয়াডকে মোকাবেলার কথা উল্লেখ করে কি তিনি বলেন,‘ ভারতীয় ব্যাটাররা আলাদা হয়ে যায় রানের ধারাবাহিকতা বজায় রাখার দক্ষতায়। সেই জন্য ওরা বড় রান করতে পারে। বড় রান তাড়াও করতে পারে। তবে স্মিথ দেখিয়ে দিয়েছে কীভাবে ভারতের স্পিন আক্রমণকে নিষ্ক্রিয় করা যায়। সেভাবেই নিউজিল্যান্ডকে ফিল্ডিংয়ের মধ্যে ফাঁকফোকর খুঁজে বের করতে হবে। আর একবার ২০-৩০ রান করে ফেলতে পারলে, সেটাকে ১০০-য় পরিণত করতে হবে।’