স্কালোনিকে চাইছে রিয়াল মাদ্রিদ!

স্কালোনিকে চাইছে রিয়াল মাদ্রিদ!

এস্তাদিও দে মারাকানার সংবাদ সম্মেলন কক্ষে যে বোমাটা ফাটিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, তার রেশ শিগগিরই কাটছে না। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন থেকে নতুন কোনো বিবৃতি আসেনি, এ বিষয়ে মুখ খোলেননি আর্জেন্টিনা দলের কেউও। সব মিলিয়ে পরিস্থিতিটা গুমোট এখনো।

শেষ তিন বছরে সোনা ফলানো এই দলটা ছেড়ে তিনি চলে যেতে চাইছেন কেন? সে প্রশ্নের উত্তর খোজা হচ্ছে এখনো। মোটা দাগে তার আর্জেন্টিনা ছাড়তে চাওয়ার তিনটি সম্ভাব্য কারণ বের করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

প্রথম দুটো হচ্ছে আর্থিক আর লজিস্টিক সমস্যাগত কারণ। বেতনভাতা, বোনাস ইত্যাদি নিয়ে দুই পক্ষের দরকষাকষি চলছে বহু দিন ধরে, সেটার সমাধান হয়নি এখনো; দ্বিতীয়টা হচ্ছে, অব্যবস্থাপনা। তৃতীয় আরেকটা কারণ হতে পারে রাজনৈতিক। আর্জেন্টিনার নবনির্বাচিত রাষ্ট্রপতি উগ্র ডানপন্থি হাভিয়ের মিলেইকে সমর্থন জানাতে স্কালোনির ওপর চাপ আসছিল ওপর মহল থেকে, সেটাকেও একটা কারণ হিসেবে দেখছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

তবে স্প্যানিশ মিডিয়া আউটলেট স্পোর্ত চতুর্থ আরেকটা কারণ যোগ করেছে এতে। তারা জানাচ্ছে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চাইছে তাকে। সেটাও একটা নিয়ামক হিসেবে কাজ করে থাকতে পারে স্কালোনির দল ছাড়তে চাওয়ার পেছনে। 

২০২৪-২৫ মৌসুমের থেকে সামনের মৌসুমগুলোর জন্যে নতুন কোচের খোঁজে নামতে হবে স্প্যানিশ দলটিকে। চলতি মৌসুম শেষে কোচ কার্লো অ্যানচেলত্তিকে ছেড়ে দিতে পারে রিয়াল। তার জায়গায় প্রধান কোচ হিসেবে পছন্দের তালিকায় আছেন স্কালোনি।

এই তালিকায় অবশ্য স্কালোনি একা নন। ব্রাইটন কোচ রবার্তো ডি জারবি, বেয়ার লেভারকুসেনের জাবি আলনসোও আছেন এ তালিকায়। রিয়াল মাদ্রিদের যুব দলগুলোর কোচ রাউল গনজালেস আর আলভারো আরবেলোয়াকেও প্রধান কোচের হটসিটে বাজিয়ে দেখতে পারে লস ব্ল্যাঙ্কোসরা।

সম্পর্কিত খবর