কেন রাগলেন সারা?
শুবমান গিল ও সারা টেন্ডুলকার, বিশ্ব ক্রিকেট অঙ্গনে বেশ কয়েকদিন ধরেই আলোচিত দুটি নাম। ভারতের জাতীয় দলের ওপেনার এবং শচীন টেন্ডুলকারের মেয়ের মাঝে প্রেমের গুঞ্জন নিয়ে তৈরি হয়েছে তীব্র গুঞ্জন।
মাঠে বসে ভারতের ম্যাচে, বিশেষ করে শুবমান গিল ব্যাটিং করার সময় সারার উদযাপন ও সমর্থন করার ছবি বেশ কয়েকদিন আগেই ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে। শুবমানের সাফল্যে সারার আনন্দ-উদযাপন, এছাড়াও দলের অন্যান্য খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠে গিলের সাথে সারাকে নিয়ে খুনসুটি ইঙ্গিত দিচ্ছে সেদিকেই।
সারা ও শুবমানকে একের অধিকবার বিভিন্ন রেস্টুরেন্টে বা কোথাও ঘুরতে দেখা যাচ্ছে এমন ছবি প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম। এমনকি তাদের ব্যক্তিগত ইন্সটাগ্রাম প্রোফাইলের কিছু স্টোরির মধ্যেও সামঞ্জস্য দেখে গুঞ্জন আরও জোর পায়। তবে সারা ও শুবমান অবশ্য এখনো একসাথে কোনো ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই তাদের কিছু ‘ডিপফেক’ বা এডিট করা ছবি ঘুরে বেড়াচ্ছে। এআই অথবা বিভিন্ন এডিটিং সফটওয়্যার দিয়ে যে এই ছবিগুলো এডিট করে বানানো হয়েছে সেটি বুঝা যাচ্ছে। আবার কিছু ছবি তো এতটাই ভাল এডিট করা হয়েছে যেটি দেখে বোঝার উপায় নেই যে এটি আসল নাকি নকল। এতদিন কিছু না বললেও এবার এই বিষয়ে মুখ খুললেন সারা।
গতকাল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সারা বেশ কঠোরভাবেই এই ব্যাপারটির প্রতিবাদ বা সতর্কতামূলক বার্তা দিয়েছে। তিনি লিখেছেন, ‘আমাদের আনন্দ, খুশি ভাগাভাগি করে নেওয়া এবং নিত্যদিনের কার্যক্রম দেখানোর জন্য সোশাল মিডিয়া একটি ভালো মাধ্যম। তবে, প্রযুক্তির অপব্যবহার দেখাটা খুবই বিরক্তিকর, কারণ এর মাধ্যমে ইন্টারনেটের সত্যতা এবং নির্ভরযোগ্যতা কমে যায়। আমি আমার বেশকিছু ফেক ছবি দেখেছি যেগুলো আসলে বাস্তবতা থেকে অনেক ভিন্ন।‘
এই কথাগুলো দিয়ে সারা নিশ্চয়ই তার ও শুবমানের ফেক ছবিগুলোর ব্যাপারটিই বুঝিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি যে বেশ নাখোশ এটি তার কথায় খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে।
এছাড়াও তিনি আরও বলেন, ‘এক্সে (টুইটারে) আমার নামে কিছু একাউন্ট খোলা হয়েছে এবং সেগুলো দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার ব্যক্তিগত কোনো এক্স একাউন্ট নেই, তাই আমি আশা করি কর্তৃপক্ষ থেকে যেন এরকম ফেক একাউন্ট গুলোকে বন্ধ করে দেওয়া হয়।‘
‘বিনোদন কখনোই সত্যের বিনিময়ে আসা উচিত নয়। বিশ্বাস এবং বাস্তবতার উপর ভিত্তি করে যাতে যোগাযোগ রক্ষা করা যায় এটি আমাদের খেয়াল রাখা উচিত।‘- এই কথাটি বলে সারা তার বার্তাটি শেষ করেন।
সারার এই বার্তা দিয়ে এটি পরিষ্কার, যে সাম্প্রতিক সময়ে তার ও শুবমানের সম্পর্ক নিয়ে যেরকম জল ঘোলা করা হচ্ছে এবং আলোচনা হচ্ছে এটি তার পছন্দ হচ্ছে না। তবে তাদের মধ্যে যে কোনো প্রেমের সম্পর্ক নেই এটিও সারা নিজের মুখে স্বীকার করছেন না। তাহলে কি তাদের প্রেমের গুঞ্জনটাই ঠিক?