টানা টস হারার রেকর্ড গড়লেন রোহিত
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস ভাগ্য ভারতের পক্ষে থাকলো না। এ নিয়ে টানা ১৫ ম্যাচ টস হারলো দলটি। তবে ওয়ানডেতে এদিন অধিনায়ক রোহিত শর্মা গড়ে ফেলেছেন টস হারার রেকর্ড। এ নিয়ে রেকর্ড টানা ১২ বার টস হারলেন ভারতীয় অধিনায়ক। ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
এর আগে অধিনায়ক হিসেবে টানা টস হারার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে টান ১২ ওয়ানডে ম্যাচে টস হেরেছিলেন লারা।
রোহিত তার রেকর্ডের যাত্রা শুরু করেছিলেন ২০২৩ সালের নভেম্বরে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে প্রথম বার টস হেরেছিলেন রোহিত। এর পর থেকে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস হারতে হলো ভারতীয় অধিনায়ককে।
ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। আর কিউই শিবিরে হয়েছে এক পরিবর্তন। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ম্যাট হেনরি ছিটকে গেছেন চোটের কারণে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন নাথান স্মিথ।