বিশ্বকাপ শেষের তিন দিন পরেই আবারও নীল-হলুদের লড়াই
১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেদ্র মোদী স্টেডিয়াম ছিল পুরো নীলে ছেয়ে। সেখানেই লক্ষাধিক ভারতীয় সমর্থকের সামনে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। আসরে টানা দশ ম্যাচে অপরাজিত থাকার পর শিরোপা হাতছাড়ার এই শোক কাটাতে সময় লাগারই কথা। তবে এফটিপির (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) সুবাদে সেই সময় পেলনা ভারত। বিশ্বকাপ শেষের তিন দিন পরেই মাঠে নামতে হচ্ছে তাদের। সামনে সেই অজিরাই।
বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে সিরিজ, বিশ্বকাপের লম্বা সময়, সব মিলিয়ে দুই দলের বেশিরভাগ সদস্যই আসন্ন এই সফরে থাকছেন বিশ্রামে। ভারতের হবে এই সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সাদা ফলের এক ফরম্যাট, ওয়ানডেতে ফর্মহীন এই ডানহাতি ব্যাটার। তবে টি-টোয়েন্টিটা তার খুব ভালোভাবেই জানা। তাই চলমান হতাশা কাটাতে জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া এই ক্রিকেটার।
আসন্ন এই সিরিজে ভারতের বিশ্বকাপ দল থেকে থাকছেন কেবল তিনজন। তবে অজিরা আছেন কিছুটা বাড়তি সতর্কেই। বিশ্বকাপ জয়ী সাতজনকে রেখে সাজিয়েছে এই সিরিজের দল। আছেন ফাইনালে একাইকে ভারতকে বিধ্বস্ত করা বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। আরও একবার তাই হেডের তাণ্ডব দেখার অপেক্ষায় অজি সমর্থকরা।
স্বল্প ফরম্যাটে এই দুই দলের মোট দেখায় এগিয়ে আছে স্বাগতিকরাই। অজিদের সঙ্গে টি-টোয়েন্টিতে মোট ২৬ বার দেখায় ১৫ ম্যাচেই জিতেছে ভারত, ১০টিতে জিতেছে অজিরা, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বিশাখাপত্তনমে আজ (বৃহস্পতিবার) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।