নাঈম শেখের দিনে হেসে-খেলে জয় প্রাইম ব্যাংকের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৫১ পিএম | ০৯ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার রেকর্ড গড়া পুঁজি গড়ে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ১৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শুরুতে নাঈম শেখের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪২২ রানের বড় পুঁজি সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দারুণ এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান ব্যবধানে এগিয়ে থাকায় লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪২২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। যা ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭ বছর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। তবে এবার সেই রেকর্ড নিজেদের করে নিল প্রাইম ব্যাংক। ৪২৩ রানের লক্ষ্যে তাড়ায় মাঠে নামা ব্রাদার্সকে লেগ স্পিনার রিশাদের ঘূর্ণিতে ২৭৯ রানে আটকায় তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার সাব্বির হোসেনকে নিয়ে নাঈম শেখ দারুণ শুরু এনে দেন প্রাইম ব্যাংককে। রানের ফোয়ারা ছুটিয়ে এগোতে থাকেন নাঈম। চার-ছক্কার মিশেলে ৩৮ বলে তুলে নেন ফিফটি। অপরপ্রান্তে ব্যাটারদের সাজঘরে ফেরার পালাবদল আসলেও কিছুটা ধরে খেলে লম্বা ইনিংস চালিয়ে যান নাঈম। তাতে ৮২ বলেই দেখা পান লিস্ট এ ক্রিকেটে ক্যারিয়ারের নবম শতকের।

এতোদিন লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে দেড় শতক করার রেকর্ড না থাকলেও আজ রোববার সেটিও মাত্র ১০৬ বলে ছুঁয়ে ফেলেন নাঈম। এরপর ডাবল সেঞ্চুরি করার দিকে ছুটে গেলেও ১৯ বল পরেই অলক কাপালির হাতে তালুবন্ধি হন নাঈম। ফেরার আগে ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কার ইনিংস খেলে ১৭৬ রান তুলেন তিনি। দলের হয়ে ৬৩ বলে ৭৮ রান করেন সাব্বির হোসেন। আর আব্দুল্লাহ আল মামুন খেলেন ২২ বলে ৪০ রানের জড়ো ইনিংস। ৩৭ বলে ৫০ রানরে অপরাজিত ইনিংস খেলেন সাজ্জাদুল হক রিপন। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪২২ রান তুলে প্রাইম ব্যাংক। ব্রাদার্সের হয়ে আল আমিন হোসেন ৩টি, সালাউদ্দিন শাকিল ২টি ও সোহাগ গাজী,মাইশুকুর রহমান ও অলক কাপালি নেন ১ টি করে উইকেট।

জবাবে ৪২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। বড় লক্ষ্য তাড়ায় নেমে ৭৫ রানে ৩ উইকেট হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন আছি মোল্লাহ। অধিনায়ক মাইশুকুর রহমান যোগ করেন ৩৪ রান। প্রাইম ব্যাংকের বোলারদের সামনে ঠিকতে পারেনি ব্রাদার্সের ব্যাটাররা। তাতে ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে বসে তারা। প্রাইম ব্যাংকের রিশাদ হোসাইন ৩টি,হাসান মাহমুদ.খালেদ আহমেদ ও শামিম হোসাইন নেন ১ টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ৪২২/৮( নাঈম ১৭৬, সাব্বির ৭৩ রিপন ৫০; আল আমিন ৭৭/৩,শাকিল ৭৫/২)
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড : ৪২.৩ ওভারে ২৭৯/১০( আছি মোল্লাহ ৯৬,মাইশুক ৩৪;রিশাদ ৬৬/৩)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৭৩ রানে জয়ী
ম্যাচসেরা : নাঈম শেখ

খেলার দুনিয়া | ফলো করুন :