একমাত্র কিউই হিসেবে যে রেকর্ড গড়লেন রাচিন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৪৪ পিএম | ০৯ মার্চ, ২০২৫

২০২১ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয়েছিল রাচিন রবীন্দ্রের। তখন থেকেই এই ছোট ক্যারিয়ারে কিউইদের হয়ে রেকর্ড গড়ে চলেছেন তিনি। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের জার্সিতে নিয়মিত পারফর্মার তিনি। নিউজিল্যান্ডের হয়ে আইসিসি ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক রাচিন আজ ফাইনালে গড়েছেন আরেকটি রেকর্ড। 

নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এর আসরে ২৫০ এর বেশি রান করেছেন রাচিন। এর আগে কিউইদের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে সর্বোচ্চ রান ছিল কেন উইলিয়ামসনের। ২০১৭ সালের সে আসরে ব্যাট হাতে ২৪৪ রান করেছিলেন তিনি।

আজ ফাইনালে নামার আগে রাচিনের নামের পাশে ছিল ২২৬ রান। আগের তিন ম্যাচের দুটোতেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। আজ ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছেন ৩৭ রানের ইনিংস। আর তাতেই ৪ ইনিংসে রাচিনের রান দাঁড়িয়েছে ২৬৩। যেখানে তার ব্যাটিং গড় ৬৫.৭৫।

এবারের আসরে কিউইদের হয়ে উইকেটরক্ষক ব্যাটার টম লাথামও আলো ছড়িয়েছেন। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫১.২৫ গড়ে ২০৫ রান।

খেলার দুনিয়া | ফলো করুন :