ভারত বিব্রত, স্বস্তি পাকিস্তানের
সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের মিশন শেষ হয়েছে টুর্নামেন্টের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে। বিশ্বকাপের আগে যা নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস দেবে সাকিব আল হাসানের দলকে। বাংলাদেশের এ জয়ে সুপার ফোরে টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে বাবর আজমের দলের অবস্থান। এরপরও পাকিস্তান সমর্থকদের মাঝে ফিরেছে স্বস্তি। কেননা তারা না পারলেও ভারতকে যে বিব্রতকর পরাজয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপের ফাইনাল ও ঘরের মাঠে বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে এ হার ভারতকে জেগে উঠতে সাহায্য করবে বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। সেই সঙ্গে বাংলাদেশের এ জয়ে যে পাকিস্তান সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে শোয়েব জানিয়েছেন সেটিও।
শোয়েব তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বলেন, ‘ভারত ম্যাচটি হেরেছে। বিব্রতকর পরাজয় বটে। তবে এটা নিয়ে আমরা খুব বেশি সমালোচনা করতে পারি না। কারণ বাংলাদেশ এখানে খেলতে এসেছে। লোকেরা পাকিস্তানের সমালোচনা করছিল যখন তারা আমাদের হারিয়েছিল। মনে রাখতে হবে, শ্রীলঙ্কা একটি ভাল দল, গড়পড়তা দল নয়। একই কথা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তারা সবাই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তবে, এটা আমিসহ পাকিস্তান সমর্থকদের জন্য কিছুটা স্বস্তি যে ভারত ম্যাচটি হেরেছে। ভারতের জন্য জেগে ওঠার আহ্বান। কয়েকটি জয়ের পর আপনি দলকে হালকাভাবে নিতে পারবেন না। এটাই খেলা।’
এশিয়া কাপে পাকিস্তানের ছিটকে যাওয়া ও ভারতের মতো শক্তিশালী দলকে বাংলাদেশের বেঞ্চের ক্রিকেটাররা হারিয়ে দেওয়ায়; বিশ্বকাপে যে ফেভারিট বলে কিছু নেই সেটিও সবাইকে মনে করিয়ে দিয়েছেন শোয়েব। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেন, ‘আমরা অনেকেই বলছি পাকিস্তান ও ভারত বিশ্বকাপে ফেভারিট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাথে এই দু’দল সেমিফাইনালে উঠবে। ব্যাপারটা এমন নয়। ছোট দলগুলো বড়দের ঝামেলায় ফেলবে। এটা যে কারোর খেলা। শুভমান গিলের ইনিংস বৃথা গেছে। ভারতকে জেগে উঠতে হবে। অসম্মানের কিছু নেই। কেননা বাংলাদেশ একটা বার্তা দিয়েছে যে তারা এখানে প্রমাণ করতে এসেছে।’