ব্যাটে-বলে দুর্দান্ত রূপগঞ্জের জয় ১০ উইকেটে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৫৩ পিএম | ১০ মার্চ, ২০২৫

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের শুরুটা খুব একটা খারাপ হয়নি। প্রথম উইকেট হারিয়েছে ২৮ রানে। তবে এরপরই শুরু হয় তাদের ব্যাটিং বিপর্যয়। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে শাইনপুকুর। দলের ৭ ব্যাটারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। আর তাতেই শাইনপুকুরের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে রূপগঞ্জ।

আজ ১০ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএল) তৃতীয় রাউন্ডে শের-এ বাংলা স্পেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জের বোলিং তোপে মাত্র ২৫.৫ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। জবাবে ব্যাটিংযে নেমে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপেনিং জুটিতেই মাত্র ৯.৩ ওভারে জয় তুলে নেয় রূপগঞ্জ।

৭০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে রূপগঞ্জ যে জয় পাবে এটা প্রত্যাশিত ই ছিল। তবে সে কাজটা করতে খুব একটা দেরী করেননি দুই ওপেনার তানজিদ ও সাইফ। দুজনে মিলে রীতিমতো শাইনপুকুর বোলারদের শাসন করেছেন। কোনো উইকেট না হারিয়েই ৪০.৩ ওভার হাতে রেখেই বড় জয় তুলে নেয় তারা। তানজিদ অপরাজিত থাকেন ২০ বলে ৩৫ রানে। আর সাইফ খেলেন অপরাজিত ৩৯ রানের ইনিংস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জের তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুরের ব্যাটাররা। দলীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে ওপেনার মইনুল ইসলামের ব্যাট থেকে। মাত্র ৪ জন ব্যাটার ছুঁয়েছেন ২ অঙ্কের ঘর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৬৯ রানেই থেমেছে শাইনপুকুরের ইনিংস।

৭ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া  রূপগঞ্জের তানভীর ইসলাম হয়েছেন ম্যাচসেরা।

খেলার দুনিয়া | ফলো করুন :