শিরোপা উদযাপনে যে কারণে ছিলেন না শামি
একটা দুঃস্বপ্ন কাটল। কারণ এর আগে রোববারে অনুষ্ঠিত হওয়া আইসিসি টুর্নামেন্টগুলোর ফাইনালে কখনো জেতেনি ভারত। অবশেষে এ অভিশাপ থেকে মুক্তি পেল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গতকাল রোববার নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। মোহাম্মদ শামিকে নিয়েও এই প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতলো তারা।
আসর জুড়ে দুর্দান্ত বোলিং করা শামি আলোচনায় এসেছিলেন অন্য কারণে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মাঝে পানি খেতে দেখা যায় তাকে। এরপরই ভারতীয় মুসলিম সম্প্রদায়ের একটা অংশ শামিকে রোজা না রাখার কারণে সমালোচনা করা শুরু করে। নিজের ধর্ম অবমাননা করার মত অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।
তবে শামি যে ধর্ম অবমাননা করেন না তার প্রমাণ তিনি দিলেন ফাইনাল জয়ের পর। পুরো ভারতীয় দল যখন ট্রফি নিয়ে অ্যালকোহল হাতে উদযাপনে ব্যস্ত,তখন শামিকে দেখা যায় দলের থেকে দূরে দাঁড়িয়ে থাকতে। ইসলাম ধর্মে যেহেতু অ্যালকোহল নিষিদ্ধ তাই ধর্মের প্রতি সম্মান জানাতেই সকলের সঙ্গে উদযাপন না করে শামিকে দেখা যায় দূর থেকে করতালি দিতে। যখন অ্যালকোহল শেষ হয়ে যায়,তখন শামি পুনরায় গিয়ে দলের সঙ্গে যোগ দেন।
যদিও ফাইনালে বল হাতে আলো ছড়াতে পারেননি শামি। ১০ ওভারে দিয়েছেন ৭৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।