বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন রশিদ

বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন রশিদ

আসছে বিগ ব্যাশ লিগ মৌসুমে রশিদ খানের খেলার কথা ছিল অ্যাডিলেইড স্ট্রাইকার্সে। তবে তাতে বাধ সেধেছে চোট। পিঠে চোট নিয়ে বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন তিনি। চোট কাটিয়ে উঠতে তাকে যেতে হবে অস্ত্রোপচারের মধ্য দিয়েও। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে অ্যাডিলেইড কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, ‘বিগ ব্যাশ লিগ ১৩ থেকে রশিদ খান নিজের নাম সরিয়ে নিয়েছে। তার পিঠে চোট আছে, যা থেকে সেরে উঠতে ছোট একটা অস্ত্রোপচার প্রয়োজন।’
তার বদলে আসছে মৌসুমে কাকে দলে ভেড়াবে স্ট্রাইকার্স কর্তৃপক্ষ অবশ্য তা জানায়নি। তবে ক্লাবটি জানিয়েছে তাকে ধরে রাখবে পরের মৌসুমেও।

ক্লাবটির জেনারেল ম্যানেজার টিম নিয়েলসেন জানিয়েছেন, ‘রশিদ স্ট্রাইকার্সের একজন দারুণ সদস্য। ভক্তরাও তাকে খুব পছন্দ করে। আমাদের সঙ্গে সে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে তাকে দল খুব মিস করবে। রশিদ অ্যাডিলেইড আর স্ট্রাইকার্সকে বেশ পছন্দ করে। আমরা জানি সে বিগ ব্যাশে খেলতে কেমন পছন্দ করে। তাকে দীর্ঘ সময় খেলাটাতে টিকে থাকতে হলে এই চোটের চিকিৎসা প্রয়োজন, আমরা তাকে সমর্থন জানাচ্ছি।’

২০১৭ সালে বিগ ব্যাশে অভিষেকের পর থেকে দারুণ খেলেছেন তিনি। ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়, আর ৬.৪৪ ইকনমিতে তুলে নিয়েছেন ৯৮ উইকেট।

সম্পর্কিত খবর