বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, নেই সাকিব-মাহমুদউল্লাহ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:১৩ পিএম | ১০ মার্চ, ২০২৫

অবশেষে গুঞ্জনই সত্য হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের নাম যুক্ত না করতে বিসিবিকে অনুরোধ করেন তিনি। তাইতো তাকে বাদ দিয়েই আজ আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বিসিবির এই কেন্দ্রীয় এই চুক্তি। ১ মার্চ থেকে এ চুক্তির বাইরে থাকবেন মাহমুদউল্লাহ। তার পাশাপাশি চুক্তিতে নেই সাকিব আল হাসান।

‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ায় কারণে চলতি মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাচ্ছেন মুশফিকুর রহিম।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবার আর সংস্করণ ভেদে চুক্তি হচ্ছে না। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চারটি ক্যাটাগরিতে রাখা ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন বেতন পাবেন।

এর মধ্যে ‘এ+’ ক্যাটাগরিতে থাকছেন পেসার তাসকিন আহমেদ। সর্বোচ্চ ১০ লাখ টাকা মাসিক বেতন পাবেন এই পেসার। ‘এ’ ক্যাটাগরির চার ক্রিকেটার-নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তাদের প্রত্যেকে পাবেন ৮ লাখ টাকা করে।

‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, ও নাহিদ রানা। তাদের বেতন মসিক ৬ লাখ টাকা।

সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী আছেন সি’ ক্যাটাগরিতে। তাদের বেতন মাসিক ৪ লাখ টাকা।

'ডি' ক্যাটারতিতে থাকা নাসুম আহমেদ ও খালেদ আহমেদের প্রতি মাসে ২ লাখ টাকা করে।

খেলার দুনিয়া | ফলো করুন :