শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আশানুরূপ খেলা উপহার দিতে পারেনি বাংলাদেশ দল। তবে দলের পারফরম্যান্স ভালো না হলেও আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার আইসিসি থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

গত ১৯ তারিখ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ আসর শেষ হওয়ার পর ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষ দশে খুব বেশি পরিবর্তন হয়নি, তার মাঝে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় সাকিব।

এবারের বিশ্বকাপে সাত ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। ব্যাট হাতে মাত্র ১৮৬ রান করেছেন তিনি, বল হাতে তুলেছেন ৯ উইকেট। তার রেটিং পয়েন্ট ৩৩০। দ্বিতীয় স্থানে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৯৭।

বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন। অপরদিকে দুই ধাপ নিচে নেমে গিয়েছেন কিউই খেলোয়াড় মিচেল স্যান্টনার।

দুর্দান্ত বিশ্বকাপ অভিযানের পর বিরাট কোহলি আইসিসির ব্যাটারদের তালিকায় ভালো জায়গা তৈরি করেছেন। বিশ্বের এক নম্বর ওয়ানডে খেলোয়াড় হিসাবে জায়গা ফিরে পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন তিনি। বিশ্বকাপের ১১ ম্যাচে টুর্নামেন্ট সেরা ৭৬৫ রান করেছেন কিং কোহলি, যেটি বিশ্বকাপ টুর্নামেন্টের এক সংস্করণে সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় চার বছরের সময়কালে টানা ১২৫৮ দিন কোহলি এই র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন। বিগত প্রায় দুই বছর ধরে পাকিস্তানের বাবর আজম এই জায়গাটি ধরে রাখলেও এবারের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স না দেখাতে পারায় বাবরের খুব নিকটে চলে এসেছেন কোহলি। বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় ওপেনার শুবমান গিল।

সম্পর্কিত খবর