টস হারার রেকর্ড গড়ে যা বললেন রোহিত

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৫৮ এএম | ১১ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে। তবে তার রেশ কাটেনি। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টে খেলা ৫ ম্যাচের একটিও হারেরি রোহিত শর্মার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও এক আইসিসি টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন ভারত।

তবে ম্যাচ জয়ের পরিসংখ্যানের থেকে একটু অন্য দিকে নজর দিলেই মুদ্রার অপর পিঠ। যেখানে ৫ ম্যাচের প্রতিটিতেই হেরেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচেও টস জেতেনি ভারত। এ নিয়ে টানা ১৫ ওয়ানডে ম্যাচে টস হেরেছে দলটি। তবে টস হারার দিক দিয়ে রেকর্ডও গড়ে ফেলেছেন রোহিত। ওয়ানডে ইতিহাসে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচে টস হারার রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। আর এক ম্যাচে টস হারলেই ব্রায়ান লারাকে ছাড়িয়ে যাবেন রোহিত।

টস হারাতে অবশ্য নেতিবাচক কিছু দেখছেন না ভারতীয় অধিনায়ক। জিও হটস্টারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রোহিত বলেন,‘আমরা পাঁচ ম্যাচেই টস হেরেছি বলেই অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ম্যাচে টসে হারলেও, কোনো ম্যাচ হারিনি। কোনো ম্যাচ না হেরে টুর্নামেন্ট জয় অনেক বড় অর্জন, অনেক ভালো লাগার বিষয়। এটা ভাষায় প্রকাশ করা কঠিন যে আমরা কতটা খুশি।’

সতীর্থদের নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন,‘আমাদের দলটি অবিশ্বাস্য নির্ভরযোগ্য একটি দল। দলের প্রতিটি খেলোয়াড়ের মাঝে জয়ের ক্ষুধা আছে। সকলেই নিজের দায়িত্ব এবং কি করতে হবে তা জানে। মাঠে আমি তাদের যা ই বলি না কেন, কাউকে আঘাত করার জন্য বলিনি। এটা খেলারই অংশ। দিন শেষে আমাদের প্রধান লক্ষ্য টুর্নামেন্ট জয়। আর যে কোনো কিছুর বিনিময়ে আমরা তা করতে প্রস্তুত।’

এবারের আসরে শিরোপা জয়ের মাধ্যমে ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন রোহিত। এর আগে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। এবার রোহিত নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুললো তারা।

খেলার দুনিয়া | ফলো করুন :