‘রাচিন নয় টুর্নামেন্ট সেরা ক্রিকেটার বরুণ’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৪৯ এএম | ১১ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। আরও এক ফাইনালে স্বপ্ন ভেঙেছে কিউইদের। তবে শিরোপা হাত ছাড়া হলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তবে রাচিনের এই পুরস্কার প্রাপ্তিতে আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে টুর্নামেন্ট সেরা পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন ভারতের বরুণ চক্রবর্তী।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন। ৪ ম্যাচে ৬৫.৭৫ গড়ে করেছেন ২৬৩ রান। বল হাতে নিয়েছেন তিন উইকেট। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষেও পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। অন্যদিকে বরুণও মাত্র তিন ম্যাচে নিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট। টুর্নামেন্টে সেরা বোলিং গড় তার দখলে।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন,‘যা ই বলা হোক না কেন, আমার মতে টুর্নামেন্ট সেরার পুরস্কার বরুণের হাতে ওঠা উচিত ছিল। সে পুরো টুর্নামেন্টে খেলেনি। কিন্তু সে যে ম্যাচগুলোতে খেলেছে বড় পার্থক্য গড়ে দিয়েছে। বরুণ না থাকলে ফাইনালে ভারতের জেতা কঠিন হয়ে যেত। ভারতের জন্য সে এক্স ফ্যাক্টর ছিল। পুরস্কার তাকেই দেওয়া উচিত যে বড় পার্থক্য গড়ে দিতে পারে। আমার মতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বরুণ।’

এরপর কোচ এবং অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করে অশ্বিন বলেন,‘রোহিত এবং কোচ গৌতম গম্ভীরের জন্য আমার খুব ভালো লাগছে। কোচ হিসেবে টুর্নামেন্টের আগে গৌতম অনেক কঠিন সময় কাটিয়েছে। তার উপর বুমরাহ ও ছিল না। বুমরাহকে ছাড়া ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এটা অবিশ্বাস্য।’

 

খেলার দুনিয়া | ফলো করুন :