পাকিস্তান সিরিজ সামনে রেখে দল ঘোষণা কিউইদের
দু’দিন আগেই ফাইনালে ভারতের কাছ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের। তবে জয়-পরাজয় খেলার অংশ। সেটা নিয়ে পড়ে থাকলে চলে না। সেটা সম্ভবও নয়। তাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে নেই দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার।
কেবল স্যান্টনার না, নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারকেই রাখা হয়নি স্কোয়াডে। এর অবশ্য বিশেষ কারণ আছে। আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএল। আর পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ হবে ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে পাকিস্তান সিরিজে স্যান্টনারের পাশাপাশি থাকছেন না লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপসও। আপাতত জাতীয় দলের সিরিজ রেখে তাদেরকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ডের সেরা খেলোয়াড়দের ছাড়া এই দলকে তাই দ্বিতীয় সারির দল বলাই যায়। স্যান্টনার না থাকায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে না পারা ম্যাট হেনরিকে রাখা হয়েছে শেষ দুই ম্যাচের জন্য। আর চোট কাটিয়ে ফিরেছেন বেন সিয়ার্স। আবারও জাতীয় দলে ফিরেছেন জেমস নেশাম।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াড
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’রোক (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।