খারাপ সময়ে সমালোচনায় ভারসাম্য রাখার পরামর্শ সরফরাজের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৫৮ পিএম | ১১ মার্চ, ২০২৫

ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর টিকে থাকার লড়াইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হেরেছে মোহাম্মাদ রিজওয়ানের দল। আর তাতেই এবারের আসর থেকে সবার আগে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।

পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সের পর দল নিয়ে হচ্ছে সমালোচনা। দেশটির অনেক সাবেক কিংবদন্তি ক্রিকেটার সহ ভক্ত সমর্থকেরা ধুয়ে দিচ্ছেন দলকে। তবে দলের এমন বাজে সময়েও পাশে এসে দাঁড়িয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী একমাত্র অধিনায়ক সরফরাজ খান। দলকে নিয়ে অতিরঞ্জিত সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করার কথা বলেছেন তিনি।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে সরফরাজের নেতৃত্বে প্রথমবারের মত শিরোপা জিতেছিল পাকিস্তান। দলকে সমালোচনার জবাবে সরফরাজ বলেন, এটা বারবার বলা হচ্ছে যে দল ভালো খেলেনি। তবে সাবেক ক্রিকেটার,কোচ ও টিম ম্যানেজমেন্টের সকলেই জানে যে কোনো দলই হারার জন্য খেলে না। যখন সমালোচনা করবেন আপনার উচিত তাতে ভারসাম্য বজায় রাখা। যারা এখন টিভিতে বসে সমালোচনা করছেন,তারাও একসময় কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন।’

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর পাকিস্তান দলে আমূল পরিবর্তন এসেছে। অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। বাবর আজমকেও বিবেচনা করা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে। তবে সরফরাজ বিশ্বাস করেন পাকিস্তান দল দ্রুত ঘুরে দাঁড়াবে। হতাশ না হয়ে কঠিন সময়ে ভক্তদের দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

 

খেলার দুনিয়া | ফলো করুন :