টেস্টের ১৫০তম বর্ষে গোলাপি বলের টেস্ট
সেই ১৮৭৭ সালের ১৫ মার্চের ঘটনা। আজ থেকে প্রায় ১৪৮ বছর আগে যাত্রা শুরু করেছিল ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফরম্যাট টেস্ট । সেই টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পুরণ হবে ২০২৭ সালে। সেই দিনকে স্মরণীয় করে রাখতে আগে থেকেই পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। এবার সে পরিকল্পনায় যুক্ত হলো নতুন পালক।
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এটা আগেই জানানো হয়েছিল। তবে নতুন খবর, টেস্ট ক্রিকেটের আঁতুড়ঘর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সেই ম্যাচটি হবে গোলাপি বলে দিবারাত্রির। আজ ১১ মার্চ (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
গোলাপি বলের দিবারাত্রির এই টেস্ট ম্যাচ শুরু হবে ২০২৭ সালের ১১ মার্চ। খেলাটি যদি পাঁচদিন গড়ায় তাহলে শেষ হবে ১৫ মার্চ। এমসিজিতে এটাই হবে ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট। এর আগে অ্যাশেজে মেয়েরা একটি দিবারাত্রির টেস্ট খেলেছিল।
দিবারাত্রির টেস্ট আয়োজনের ঘোষণা দিতে গিয়ে সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেন,‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। আর ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে আমাদের খেলাটার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদ্যাপন। দারুণ এই উপলক্ষে বেশি মানুষের উপস্থিতিও নিশ্চিত করবে এই সিদ্ধান্ত।’
১৮৭৭ সালের ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সে ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অজিরা।